• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

মুশফিকের ঝড়ে রংপুরের সামনে খুলনার কঠিন লক্ষ্য

  ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০১৯, ২১:১২

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক মুশফিকের ফিফটিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছে খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে দলটির সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৮২ রান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। ব্যাট হাতে উড়ন্ত সূচনা করেন খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ১২ রানে মিরাজকে ফেরানোর পরের বলেই রুশোকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে খুলনা। এসময় প্রাথমিক বিপর্যয় সামাল দেন শান্ত ও শামসুর রহমান। দুজনে ফেরেন যথাক্রমে ৩০ ও ১৩ রানে।

এরপর নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন মুশফিকুর রহিম। দুজনে গড়েন ৮২ রানের জুটি। ৪১ রান করে আউট হন নাজিবুল্লাহ। এর আগে ফিফটি তুলে নেন মুশফিক। শেষ ওভারে ৫৯ রানে সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল।

রংপুরের হয়ে একাই তিন উইকেট নেন মুস্তাফিজ। এছাড়া দু'টি উইকেট নেন গ্রেগরি, নবী শিকার করেন একজনকে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড