• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিমানী সুরে ‘বোমা ফাটালেন’ মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০১৯, ২১:০১
ঢাকার অধিনায়ক মাশরাফি
ঢাকার অধিনায়ক মাশরাফি (ছবি : সংগৃহীত)

আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের শেষ ম্যাচের পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ বিরতির পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যদিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছেন তিনি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার হাত ধরেই চারবার শিরোপা জিতেছে তিনটি ফ্র্যাঞ্জাইজি। অথচ চলমান বিপিএলের প্লেয়ার ড্রাফটে তাকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি কোনো দলই।

ড্রাফটের শেষ দিকে তামিম ইকবালের দল ঢাকা প্লাটুন কিনে টাইগার কাপ্তানকে। শেষ মুহূর্তে দল পেলেও সবার আগে অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি। তার নেতৃত্বে শেষ চারের দিকে এগিয়েও যাচ্ছে ঢাকা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নিজেদের সপ্তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখী হয় ঢাকা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে রাজধানীর দলটিকে ৬ উইকেটে হারায় চট্টগ্রাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ঢাকার অধিনায়ক মাশরাফি। বিপিএলের সফল অধিনায়ক বলে দলের প্রত্যাশা অনেক বেশি এমন প্রসঙ্গ উঠতেই ঢাকা প্লাটুন অধিনায়কের কণ্ঠে ঝরেছে হতাশা। অভিমানী সুরে মাশরাফির জবাব, ‘আশা তো আমার কাছে কেন শুধু, সবার কাছেই থাকে। আমি তো অলমোস্ট অবিক্রিত থাকি। তো আমার কাছে আশা কই করে? আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাবার কথা, অবিক্রিত থাকার কথা না। আসলে এটা ঠিক কি না জানি না, মালিকরা বলতে পারবে।’

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে মাশরাফির ঢাকা। আজ চট্টগ্রামের কাছে ৬ উইকেটে হারলেও এখনই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি ঢাকা এমনটাই মনে করেন কাপ্তান, ‘সব দলই সমান প্রত্যাশা নিয়ে মাঠে খেলে। তো আমরাও সেই আশা নিয়েই খেলছি এবং আশা করি শেষ পর্যন্ত টিকে থাকার জন্য যা করার দরকার তা করব।’

‘এখনো আমরা খারাপ অবস্থানে নেই। ৭ ম্যাচের ৪ টিতে জিতেছি, পয়েন্ট টেবিলে হয়তো ৩ নম্বরে আছি। রেস থেকে যে বাইরে আছি তা না। আমাদের এখনো হার্ড ওয়ার্ক করতে হবে। সেমিফাইনালে যাবার পর সব ডু অর ডাই ম্যাচ। ওখানে হিসাব অন্যরকম, খেলা অন্যরকম। আমাদের আগে সেমিতে যাবার চেষ্টা করতে হবে। সব টিমই সেই চেষ্টা করবে।’

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল কায়েসকে নিয়ে মাশরাফি বলেন, ‘ধারাবাহিকতা শুরু থেকেই আছে। যেটা খুবই ভালো। একটা ব্যাটসম্যান যে লেভেলেই খেলুক রান করলে কনফিডেন্স অনেক হাই থাকে। আশা করব আজকে যেমন দায়িত্ব নিয়ে খেলেছে সেটা বজায় রাখবে। আর পরবর্তীতে যদি বাংলাদেশ দলের হয়ে সুযোগ পায় তাহলে ফর্মটা ওখানে নিয়ে যাবে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড