• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে ক্রিকেটারদের ওপরে নজর পাপনের

  ক্রীড়া ডেস্ক

২৬ ডিসেম্বর ২০১৯, ২০:১০
নাজমুল হাসান পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

বিসিবি বিপিএলের এ আসরকে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের দল গোছানের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। বিসিবিকে হতাশ করেনি ক্রিকেটাররা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দেশি সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও খেলছে দুর্দান্ত। বিপিএলে পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও নজরে পড়েছে।

বিপিএলে পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের প্রশংসা করেন বিসিবি সভাপতি। তরুণদের সুযোগ দেওয়া এ বিপিএলের অন্যতম লক্ষ্য ছিল বলে জানান। পাপন বলেন, ‘এই বিপিএলে আমাদের অন্যতম একটা লক্ষ্য তো এটাই। একটা জিনিস দেখার তো ছিলই যে, নতুন ছেলেদের সুযোগ করে দেওয়া। আপনারা দেখেন- মেহেদি হাসানকে। সে মূলত একজন অফস্পিনার, কিন্তু আমি তো দেখছি সে একজন ব্যাটসম্যানও। ওকে যে আপগ্রেড করা হলো ওপরের পজিশনে। এরপর সে ভালো খেলছে। টি-টুয়েন্টিতে আমাদের এমন একজন ক্রিকেটার সামনে তো লাগবেই।’

এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানার পারফরম্যান্সও মন জয় করেছে পাপন। রানা ও ঢাকা প্লাটুনের পেসার হাসান মাহমুদের পারফরম্যান্স নিয়ে পাপন বলেন, ‘মেহেদি হাসান রানাকে দেখুন। সেও ভালো বল করছে। এই ছেলেগুলো তো এরই মধ্যে আমাদের চোখে পড়েছে। সেই ছেলেটার নাম ভুলে গেলাম...হাসান মাহমুদ। সে একজন সম্ভাবনাময় ক্রিকেটার। বেশ জোরে বল করতে পারে সে।’

বিপিএলে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, আমাদের পুরনো বা এক্সিস্টিং দলের যেসব মূল খেলোয়াড় আছে। তামিম আস্তে আস্তে আত্মবিশ্বাস পাচ্ছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার। আফিফ ভালো খেলছে। সেদিন দেখলাম অসাধারণ একটি ইনিংস খেলেছে। এরপর আমাদের মুশফিক ভালো খেলছে। এতদিন করেনি তেমন কিছু, তবে লিটন দাস শেষ দিকে ভালোই খেলল চিটাগাংয়ে। রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেলেছে।’

এবারের বিপিএলে ভালো করা তরুণদের জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে জানিয়ে পাপন বলেন, ‘খেলোয়াড়রা আসছে, আমাদের এক্সিস্টিং আছে। সঙ্গে যদি আরও নতুন কাউকে পাওয়া যায়, আমি যেটা এখন পর্যন্ত জানি যে, ৪-৫ জন ক্রিকেটার আমাদের নজরে এসেছে। ওদের জাতীয় দলের ক্যাম্পে ডেকে দেখা লাগবে, রাখতে হবে এবং রেখে কীভাবে গ্রুম করা যায়, সেটা আমরা পরিকল্পনা করব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড