• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেদীর ঝড়ে চট্টগ্রামে ঢাকার প্রথম জয়

  ক্রীড়া প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪
ঢাকার জয়ের নায়ক মেহেদী
ঢাকার জয়ের নায়ক মেহেদী (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে আবারও জয়ে ফিরল ঢাকা প্লাটুন। চট্টগ্রাম পর্বে এটি তাদের প্রথম জয়। সাগরিকায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারে শক্তিশালী ঢাকা। আর ঘরের মাঠে প্রথম পর্বে তিন ম্যাচের দুইটিতে জিতে মাশরাফির দল। তিন জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠে এসেছে ঢাকা প্লাটুন।

চট্টগ্রাম পর্বের নম্বর ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে কুমিল্লা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলে বিদায় নেয় ঢাকার ওপেনার বিজয়। দলীয় ১ রানে খালি হাতে বিজয়ের ফেরার পর স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে তৃতীয় পজিশনে ব্যাট করতে পাঠানো হয়।

টপ অর্ডারে ব্যাট করতে নেমে নিজেকে দারুণভাবে প্রমাণ করেন এই অলরাউন্ডার। বল হাতে সফলতার পর ব্যাট হাতে ঝড় তুলেন মেহেদী। মাত্র ২২ বলে ২ চার ৬ ছক্কায় করেন অর্ধশতক। এতে ঢাকার জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ২৯ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন এই তরুণ তারকা। ভয়ঙ্কর হয়ে ওঠা মেহেদীর উইকেটটি শিকার করেন পেসার আল আমিন।

মেহেদী বিদায়ের পর ছন্দ হারায় ঢাকা। দলীয় ৮৮ রানের মাথায় আসিফ আলী ও জাকের আলীকে হারিয়ে খানিকটা চাপে পড়ে রাজধানীর দলটি। তবে ধীরে-সুস্থে দেখে-শুনে খেলা তামিম দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু ১৫তম ওভারের তৃতীয় বলে তামিমের বিদায়ে ফের চাপে পড়ে প্লাটুনরা। শেষ পর্যন্ত আফ্রিদি আর মুমিনুলের জুটি ঢাকাকে তৃতীয় জয়ের স্বাদ দেয়। আফ্রিদি ২৫ ও মুমিনুল ২৮ রানে অপরাজিত থাকেন।

কুমিল্লার পক্ষে মুজিব ২টি, রবি, সৌম্য ও আল আমিন নেন একটি করে উইকেট।

এর আগে ভানুকা রাজাপাকসের ৯৬ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ১৬০ রান সংগ্রহ করে কুমিল্লা। ৬৫ বলে ৪টি চার ও ৭টি ছক্কার সমন্বয়ে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই শ্রীলঙ্কার ক্রিকেটার। সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়ায় দুদলের এই ম্যাচ। যেখানে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায় ঢাকার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।

ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে শুরুটা কুমিল্লার ভালো হয়নি। দলীয় ১৬ রানে ওপেনার সৌম্য সরকারকে (৬ বলে ১০ রান) হারায় তারা। এরপর দলের রান ১৭ না পেরুতেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাব্বির রহমান ফিরে যান শূন্যতে। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নামা রাজাপাকসে রান তোলার চেষ্টা করেন, কিন্তু দলীয় ৫৭ রানে ব্যক্তিগত ৯ রানে ফিরে যান এই ইংলিশ ব্যাটসম্যান।

তিন উইকেট হারিয়ে রানের চাকা কিছুটা অচল হয়ে পড়লে উইকেটে আসা ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন রাজাপাকসে। পঞ্চম উইকেট জুটিতে কুমিল্লার রান আসে ১০৩। শেষ দিকে এই দুজন মিলে দলীয় রান দেড়শ পার করেন। তবে আফসোস যে ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও শতক হলো না রাজাপাকসের। ৯৬ রানে রাজাপাকসে এবং ৩০ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইয়াসির।

ঢাকার পক্ষে বল হাতে দারুণ সফল ছিলেন মেহেদী হাসান। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। বাকি উইকেটটি ওয়াহাব রিয়াজের শিকার।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড