• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেন আউট হয়েও হলেন না রাজাপাকসে?

  ক্রীড়া ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:২৮
ঢাকা প্লাটুন
রাজপাকসের নট আউট বিতর্কে আম্পায়ারের সঙ্গে কথা বলছে ঢাকার ক্রিকেটাররা (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলে এবারের আসর জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। সিলেট থান্ডারের সান্তোকির নো বল বিতর্কের রেশ না কাটতেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচ।

ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। তবে ইনিংসের শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে দলটি। এরপর বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একা ব্যাট হাতে ঝড় তোলেন রাজাপাকসে। তিনি অপরাজিত থাকেন ৯৬ রানে। তবে ম্যাচের পঞ্চম ওভারেই আউট হতে পারতেন তিনি। ঢাকা প্লাটুনের বোলার ওয়াহাব রিয়াজের সে ওভারের চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ফিল্ডারের হাতে। আউট হয়ে মাঠ ছেড়েও বেরিয়ে যান তিনি।

তবে তখনই ঘটে বিপত্তি। ম্যাচের টিভি আম্পায়ার মোর্শেদ আলী খান টিভি রিপ্লেতে দেখেন ওয়াহাবের বলটি ‘নো’ ছিল। এরপর মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও প্রগথ রামবুকেওয়ালা রাজাপাকসেকে পুনরায় ডেকে পাঠান। তবে ইতোমধ্যেই ক্রিজে প্রবেশ করেন কুমিল্লার নতুন ব্যাটসম্যান ইয়াসির আলী। তাই ঢাকা প্লাটুনও আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারটি মেনে নেয়নি। তাই আম্পায়ারের সঙ্গেও তর্কে জড়ান ঢাকার তামিম ও মাশরাফি। শেষ পর্যন্ত অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

রাজাপাকসেকে ফিরিয়ে আনার ব্যাপারটি আইসিসির আইন অনুযায়ীই হয়েছে। কারণ আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, আম্পায়ার পরবর্তী ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন। আইসিসির প্লেয়িং কন্ডিশনের ৩১.৭ ধারা অনুযায়ী, ওই ওভারের পরবর্তী ডেলিভারির জন্য বোলার দৌড় শুরু করার আগে আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনতে পারেন মাঠের আম্পায়ার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড