• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাইভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে নামছে ঢাকা-কুমিল্লা

  ক্রীড়া ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ১২:০৮
বিপিএল
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বে দ্বিতীয় ধাপে একদিনের বিরতি শেষে আজ আবারও মাঠে গড়াচ্ছে খেলা। ২৩ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স।

ঢাকা বনাম কুমিল্লার; যেখানে সমান ম্যাচ খেলে জয়-পরাজয়ে একই ব্যবধান দুদলের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুদলই জয় পেয়েছে দুটি এবং হেরেছে দুটি। কুমিল্লা নিজেদের সবশেষ ম্যাচে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরেছিল; যেখানে ঢাকাও একই দলের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটি হারে!

গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ঢাকা পর্বের ষষ্ঠ ম্যাচে মাশরাফির ঢাকার কাছে হেরেছিল ২০ রানে! শক্তির বিচারে কুমিল্লার চেয়ে অনেকটাই এগিয়ে ঢাকা; এর মধ্যে আজকের ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

ঢাকার সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মমিনুল হক, লরি ইভান্স , রকিবুল হাসান, শহীদ আফ্রিদি, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, থিসারা পেরেরা ও ওয়াহাব রিয়াজ।

কুমিল্লার সম্ভাব্য একাদশ ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অংকন, আবু হায়দার, মুজিব-উর-রহমান, আল আমিন হোসেন ও সুমন খান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড