• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমি জানি নিবে না : আইপিএল প্রসঙ্গে মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০১৯, ১৯:০১
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি : দৈনিক অধিকার)

গেল ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম। যেখানে মুশফিক-মুস্তাফিজসহ ছয় বাংলাদেশিকে তোলা হয় প্লেয়ার ড্রাফটে। কিন্তু তাদের কাউকেই কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্জাইজি। এতে অন্য ক্রিকেটাররা আক্ষেপ প্রকাশ না করলেও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা ও সিনিয়র তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম।

তার আক্ষেপের পেছনে বেশ কারণও রয়েছে। আইপিএলের প্লেয়ার ড্রাফটের জন্য বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাম এজেন্টরা প্রস্তাব করলেও মুশফিক সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তবে নিলামের ঠিক আগ মুহূর্তে কোনো এক ফ্র্যাঞ্জাইজির অনুরোধে মুশফিককে বিশেষভাবে তালিকাভুক্ত করা হয়।

যেখানে মুশফিকের ভিত্তি মূল্য ধরা হয় ৭৫ লাখ ইন্ডিয়ান রূপি। তবে শেষ পর্যন্ত কোনো দলই এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এতেই আক্ষেপ মুশফিকের। তিনি জানান, আগে থেকেই আমি জানতাম নিবে না।

শনিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলে ১৫তম ম্যাচে সিলেটের কাছে আসরের প্রথম হারের স্বাদ পায় মুশফিকের খুলনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক আইপিএল প্রসঙ্গে বলেন, ‌‘সত্যি বলতে আমি প্রথমে অবশ্যই চাইনি। আমি জানি যে, নিবেই না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারপর তারা যখন অনুরোধ করেছে তখন দেখলাম কোনো একটা সুযোগ থাকতে পারে। হয় নাই। এটা আমার হাতে নাই। আমাদের হাতে হচ্ছে যত ধারাবাহিক হতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটাররা। এটা হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব একটা ব্যাপার না।’

মুশফিক আরও বলেন, ‌‘বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছু হতে পারে না। আমি এটা কখনোই মাথা ব্যথা করি নাই। তবে একটা আশা ছিল। কিন্তু লাইফ মুভস অন। এখন বিপিএলে খেলা, তো বিপিএলে আমি নজর দিতে চাই।’

আইপিএলে ভবিষ্যতে সুযোগ পেলে খেলবেন কি না? এমন প্রশ্নের জবাবে সাবেক এ অধিনায়ক সরাসরি উত্তর দেন, ‘সেটা ভবিষ্যৎই বলে দিবে।’

নাম প্রত্যাহার করার পরও কোনো এক ফ্র্যাঞ্চাইজির অনুরোধে বিশেষভাবে নাম রাখা হয় মুশফিকের। কিন্তু কোন সে ফ্র্যাঞ্চাইজি জানতে চাইলে তিনি বলেন, আমি খুব বেশি ওরকম করে জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি যে কারা হয়তো আগ্রহী আমার ব্যাপারে। তো ওভাবেই জানি। এর ভিতরে বা বাইরে আর কোনোভাবে জানি না।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড