• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামবাসীর জন্য যে বার্তা দিলেন সোহান

  ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব শুরু হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে। ঘরের মাঠে এ পর্বে চারটি ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সবগুলো ম্যাচে জিতে শেষ চারের দৌড়ে এগিয়ে থাকতে চায় বন্দর নগরীর দলটি।

সোমবার (১৬ ডিসেম্বর) নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নুরুল হাসান সোহান। ঘরের মাঠে প্রথম ম্যাচ নিয়ে দলটির এ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘ঢাকায় যে তিনটা ম্যাচ খেলেছি তারমধ্যে দুইটায় জিতেছি। প্রতিটা ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা শেষ চারে যেতে চাই, তাহলে প্রতিটা ম্যাচই ভালো খেলা লাগবে। আমার কাছে মনে হয় যে, এখানে (চট্টগ্রামে) চারটা ম্যাচ আছে এখান থেকে অ্যাটলিস্ট আমরা ৯০ ভাগ জয় নিয়ে যদি যেতে পারি, আমাদের শেষ চারে যাওয়ার সুযোগ অনেকটা এগিয়ে যাবে।’

ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং কোন বিভাগে ভালোভাবে নজর দিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? কিন্তু সোহান শোনালেন টিম হিসেবে খেলাটায় গুরুত্বপূর্ণ, ‘সবচেয়ে বড় যে জিনিসটা টি-টুয়েন্টিতে একটা টিম হিসেবে খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে বড় বা ছোট টিম এরকম কোনো বিষয় না, যে দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। আমার কাছে মনে হয় যে টিম হিসেবে খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রামের হয়ে আসরের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে ইনজুরি থেকে মাহমুদউল্লাহ সেরে উঠেছেন পুরোপুরি। মিরপুরে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠেও ফিরছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা নিয়ে সোহানের বক্তব্য, ‘রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ রিয়াদ) দলে যোগ দেওয়ার পর আমরা আরও ভালোভাবে টিম হিসেবে গড়ে উঠতে পারছি। টিম হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ, এভাবেই যাতে আমরা কন্টিনিউ করতে পারি।’

চট্টগ্রামের দর্শকদের নিয়ে সোহান শোনালেন প্রত্যাশার কথা, ‘আসলে সত্যি কথা বলতে গেলে এই ফিলটা তো অবশ্যই আসবে যখনই আমরা, যে দলেরই হয়ে খেলি নিজের ১০০ ভাগ কিংবা নিজের ভিতর থেকে ফিলিংসটা আনার চেষ্টা করি এবং সব খেলোয়াড়ের ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমার কাছে মনে হয় অবশ্যই সাপোর্ট থাকবে, হোম ভেন্যু, আমাদের দর্শকরা সবাই থাকবে, সবাই সাপোর্ট দিবে। এখানে যদি আমরা ভালো কিছু করতে পারি চট্টগ্রামবাসীর জন্য অবশ্যই সুখকর হবে।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ অনুশীলন করতে আসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনুশীলনের এক পর্যায়ে লক্ষ করা যায় ক্রিকেট, কোচিং স্টাফ সবার হাতেই বাংলাদেশের পতাকা, মাথা বাংলাদেশ ও বিজয় দিবস লেখা ব্যান্ড। ১৯৭১ সালের আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালির। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।

বিজয় দিবসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উদযাপন নিয়ে সোহান বলেন, ‘বিজয় দিবস, আমাদের সবার জন্য অনেক বড় একটা পাওয়া। সবচেয়ে বড় জিনিসটা বিদেশিরাও যারা আছে তারাও বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে এসেছে। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের ভিতর। মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে এই দেশ হয়েছে। আমাদের কাছে অনেক বেশি গর্বের ব্যাপার।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড