• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে মিরপুর স্টেডিয়ামে দর্শকের লাইন

  ক্রীড়া প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৩
লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন সমর্থকরা
লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন সমর্থকরা (ছবি : দৈনিক অধিকার)

অবশেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা মিলল দর্শকের। ধীরে ধীরে ভরে উঠছে গ্যালারিগুলো। লাইন ধরে একে একে মাঠে প্রবেশ করছে সমর্থকরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার এবং রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ম্যাচে খেলবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স।

আজ অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ। আর আগের চার ম্যাচে দর্শক শূন্যতায় ভূগেছে গ্যালারিগুলো। মাইকিং করে টিকিট বিক্রি করেও দর্শক বেড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত আগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার ও বৃহস্পতিবারে। এই দুটি দিন সপ্তাহিক কার্যদিবসের অংশ। তাই বলা চলে ব্যস্ততার তাড়নায় মাঠে দর্শক উপস্থিতি কমই ছিল। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্য দিনগুলোর থেকে কয়েকগুণ বেশি দর্শক লক্ষ্য করা যাচ্ছে মাঠে।

ওডি/এসএম/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড