• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে এতদিন মিডিয়াতে কথা বলেননি মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

বিপিএলের শুরুটা হার দিয়ে হয়েছে মাশরাফির। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তার দল ঢাকা প্লাটুন ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচ শেষে হারের কারণসহ নানা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন এ ক্রিকেটার।

বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে দূরে ছিলেন মাশরাফি। শুধু ক্রিকেট থেকেই নয়, মাশরাফি মিডিয়া থেকেও আড়ালে ছিলেন। দীর্ঘ পাঁচ মাস পর ক্রিকেটে ফেরার সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়েছেন মিডিয়ারও। এ সময় জানালেন এতদিন মিডিয়ার মুখোমুখি না হওয়ার কারণ।

ক্রিকেটার ও সাংবাদিকদের সম্পর্ক মূলত ক্রিকেট কেন্দ্রিক। তাই এতদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না বলেই মিডিয়া থেকে দূরে ছিলেন মাশরাফি। এমনটাই জানালেন তিনি, ‘ভালো সম্পর্ক থাকা সব সময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলব। আপনাদের সঙ্গে আমার মনে হয় সব খেলোয়াড়েরই ভালো সম্পর্ক। পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড