• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারকাবহুল ঢাকার মামুলি সংগ্রহ

  ক্রীড়া ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৪০
তামিম ইকবাল
আউট হয়ে ফিরে যাচ্ছেন তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)

বিপিএলের এবারের আসরে অন্যতম শক্তিশালী দল ঢাকা প্লাটুন। মাশরাফি, তামিম, বিজয় ছাড়াও দলটিতে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওহাব রিয়াজদের মতো বিদেশি তারকারা। সে ঢাকাই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১৩৪ রান।

বিপিএলের তৃতীয় ম্যাচে মিরপুরে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা প্লাটুন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান স্কোরবোর্ডে জমা করতে পারে মাত্র ১৫ রান। ব্যক্তিগত ৫ রানে আবু জায়েদের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলয়নের পথ ধরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর দলীয় ৩৯ রানে আউট হন লরি ইভান্স। তিনি করেন ১৩ রান। জাকের আলীকে সঙ্গে নিয়ে এনামুল হক বিজয় প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। এ জুটিতে আসে ৩৯ রান। ২১ রান করে জাকের আলী আউট হলে ভাঙে এ জুটি।

এরপর আরিফুল হক, থিসার পেরেরা ও শহীদ আফ্রিদিরা ক্রিজে এসে টিকতে পারেনি। এছাড়া ৩৮ রান করে এনামুল হকও আউট হয়ে যান। ফলে ১৭.৩ ওভারে ১০৩ রানেই আট উইকেট হারায় ঢাকা। শেষদিকে মাশরাফি ও ওহাব রিয়াজের ক্যামিও ইনিংসে সম্মানজনক স্কোর পায় ঢাকা। ওহাব রিয়াজ ১৯ রান করে আউট হলেও ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন মাশরাফি। ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩৪ রান। রাজশাহীর পক্ষে আবু জায়েদ ২ উইকেট শিকার করেন।

রাজশাহী রয়্যালসের একাদশ : লিটন দাস ( উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, অলোক কাপালি, ফরহাদ রেজা, আবু জায়েদ, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

ঢাকা প্লাটুনের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আরিফুল হক, লরি ইভান্স, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড