• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলের যত জানা-অজানা

  ক্রীড়া ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪
পঞ্চম আসরে চ্যাম্পিয়ন দলের শিরোপা উদযাপন
পঞ্চম আসরে চ্যাম্পিয়ন দলের শিরোপা উদযাপন (ছবি : সংগৃহীত)

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের এই আসরটি অন্য সকল আসরের তুলনায় পুরোপুরি আলাদা।

মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজের তত্ত্বাবধানে আয়োজন করছে টুর্নামেন্টটি। আর এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনেই মাঠে নামবে চারটি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। বেলা দেড়টা নাগাদ শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দুই দলের লড়াই শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

মাঠের লড়াই শুরুর আগে চলুন জেনে নেই বিপিএলের জানা-অজানা নানা তথ্য—

বিপিএল ২০১৯

দল সংখ্যা :

ভেন্যু : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট

উদ্বোধনী ম্যাচ : ১১ ডিসেম্বর, ২০১৯- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার, দুপুর ১.৩০ মিনিট

ফাইনাল ম্যাচ : ১৭ জানুয়ারি ২০২০-সন্ধ্যা ৭টায়

টিভিতে বিপিএল : গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে

বিপিএলের রেকর্ড

সর্বোচ্চ দলীয় রান : ২৩৯/৪ (রংপুর রাইডার্স করেছিল চিটাগং ভাইকিংসের বিপক্ষে)

সর্বনিম্ন দলীয় রান : ৪৪ (খুলনা টাইটানস করেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে)

সর্বাধিক ব্যক্তিগত রান : তামিম ইকবাল (৫৮ ম্যাচে ১৮২৫)

এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান : ক্রিস গেইল, ১৪৬ নট আউট (রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে)

সর্বাধিক সেঞ্চুরি : ক্রিস গেইল (৫)

সর্বাধিক হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল (১৬)

সর্বাধিক ছক্কা : ১২০ (ক্রিস গেইল)

সর্বাধিক চার : ১৯০ (তামিম ইকবাল)

এক মৌসুমে সর্বাধিক রান : ১৩ ইনিংসে ৫৫৮ (রাইলি রুশো, রংপুর রাইডার্স)

সর্বাধিক উইকেট : ১০৬ (সাকিব আল হাসান)

সেরা বোলিং : ৩.২-০-৬-৫ (মোহাম্মদ সামি, রাজশাহী কিংসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে)

সবচেয়ে খরুচে বোলিং : ৪-০-৫৯-০ (মোহাম্মদ সাদ্দাম, খুলনা টাইটানসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে)

এক মৌসুমে সর্বাধিক উইকেট : ২৩ (সাকিব আল হাসান)

সর্বাধিক ডিসমিসাল : ৪৪ (মুশফিকুর রহিম)

সর্বাধিক ক্যাচ : ৭৫ ম্যাচে ৪২ (মাহমুদউল্লাহ)

সর্বোচ্চ রানের জুটি : ২০১ (ক্রিস গেইল ও ব্র্যান্ডন ম্যাককালাম, রংপুর রাইডার্স)

অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ : ৭৩ (৪৭ জয়, ২৬ হার) মাশরাফি বিন মর্তুজা

সর্বাধিক ম্যাচ : ৭৬ (সাকিব আল হাসান)

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড