• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের দাম কমছে!

  ক্রীড়া ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫০
বঙ্গবন্ধু বিপিএল
বঙ্গবন্ধু বিপিএল (ছবি : সংগৃহীত)

আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অনেকটা হুট করেই আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটির সপ্তম আসর। বিপিএলের এবারের আসরে নেই তেমন কোনো বড় তারকা। বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানও নেই বিপিএলের বিশেষ এ আসরে।

টি-টুয়েন্টি লিগগুলোর প্রধান আকর্ষণই বড় বড় তারকা। বিপিএলের গেল দুই আসরে মাঠ মাতিয়ে ছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, রশিদ খান, ব্রেন্ডন ম্যাককালাম, সুনিল নারাইনদের মতো তারকা ক্রিকেটাররা। কোচদের মধ্যে টম মুডি, মাহেলা জয়াবর্ধনের মতো তারকা কোচরাও রাঙিয়ে গেছেন জনপ্রিয় এ টুর্নামেন্টটি।

ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ১০০ টাকা, সেখানে বিপিএলে টিকিটের দাম রাখা হচ্ছে ২০০ টাকা। অথচ বিসিবি আগেই জানিয়েছিল, যেহেতু বঙ্গবন্ধুর নামে বিশেষ টুর্নামেন্ট হচ্ছে, এবারের বিপিএলে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো লক্ষ্য নেই তাদের। তবুও কেন টিকিটের দাম একটু বেশি হলো?

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলছেন, ‌‘টিকিটের দাম তারা নির্ধারণ করে দেন না। যে প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয় তারাই ঠিক করে। তবে মাঠে যদি দর্শক প্রত্যাশা অনুযায়ী না হয়, টিকিটের দাম পুনর্বিবেচনা করার কথা ভাববেন তারা, ‘আমরা আগে দেখি তো, কাল (আজ) টুর্নামেন্ট শুরু হচ্ছে। সাড়া কেমন হয় সেটি দেখে পুনরায় বিবেচনা করার কোনো সুযোগ থাকলে অবশ্যই দেখব।’

এবার টুর্নামেন্ট আকর্ষণীয় করতে সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে জানালেন নিজাম উদ্দিন, ‘আমরা প্রোডাকশনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। চেষ্টা করি প্রযুক্তির দিক দিয়ে যতটা ভালো করার। ড্রোন, স্পাইডার ক্যাম এবারও ব্যবহার করব। বাইরের ভেন্যুগুলোয় (চট্টগ্রাম-সিলেট) ড্রোন ব্যবহার করব।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড