• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঞ্চ প্রস্তুত, অপেক্ষা কিছুক্ষণের

  ক্রীড়া ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪
বিপিএল
বিপিএল উদ্বোধনের মঞ্চ প্রস্তুত (ছবি: সংগৃহীত)

জমকালো উদ্বোধনের জন্য প্রস্তুত মঞ্চ। অপেক্ষা আর মাত্র ৪০ মিনিটের। এবারের উদ্বোধনই টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে জাঁকজমক। সালমান-ক্যাটরিনার সঙ্গে জেমস-মমতাজরা মাতাবেন মঞ্চ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল আয়োজিত হওয়ায় বিসিবি এ টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার সর্বোচ্চ চেষ্টাই করছে।

উদ্বোধন উপলক্ষে মিরপুরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো স্টেডিয়ামই সেজেছে রঙিন সাজে। তবে দর্শকদের উপস্থিতি কিছুটা হতাশ করেছে। টিকিটের মূল্য সাধ্যের বাইরে হওয়ার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক দর্শক আর স্টেডিয়াম মুখী হয়নি। তারপরও সফল ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রত্যাশা আয়োজকদের।

বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে বিকাল ৩টায় আর গেট বন্ধ হবে সাড়ে ৫টায়। বিকেল ৫টা ২৫ মিনিটে ‘ডি-রকস্টার’ তারকা মঈদুল ইসলাম খান শুভর পারফর্ম দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মঞ্চে আসবেন রেশমি মির্জা। সন্ধ্যা ৬টায় দর্শক মাতাতে মঞ্চে উঠবেন জেমস আর সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন মমতাজ। এরপর ৭টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে মঞ্চ মাতাবেন বিদেশি শিল্পীরা। ৭টা ৪৫ মিনিটে মঞ্চে উঠবেন সনু নিগম। এরপর ৮টা ৫৫ মিনিটে গান গাইবেন কৈলাস খের। গানের পর্ব শেষে মঞ্চ মাতাবেন সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে নিয়ে বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন সালমান খান।

অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘বিকাল ৫টায় বাংলাদেশি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু করব। সন্ধ্যা ৬টার সময় বাংলাদেশের জেমস সংগীত পরিবেশন করবেন। সাড়ে ৬টায় আসবেন মমতাজ আপা। ৭টার সময় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন। সোয়া ৭টায় সংগীত পরিবেশন করবেন সনু নিগম। সাড়ে ৮টার সময় ক্যাটরিনা কাইফ, তারপর সালমান খান।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড