• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলের জমকালো উদ্বোধনে দর্শক উপস্থিতি হতাশাজনক

  ক্রীড়া ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭
বিপিএল
বিপিএলের উদ্বোধনের প্রস্তুতি চলছে (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ বিকালে। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আয়োজন। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদ্বোধন হবে বিপিএলের এ বিশেষ আসরের।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মঞ্চ মাতাবেন দেশি ও বিদেশি সুপার স্টাররা। বিপিএলের এই জমকালো উদ্বোধনে ৮ হাজার দর্শকদের জন্য আসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মধ্যে মাত্র ৫ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য এবং বাকি ৩ হাজার ফ্রাঞ্চাইজি ও স্পন্সরদের জন্য বরাদ্দ।

কিন্তু বিপিএলের জমকালো এই আয়োজনে দর্শকদের উপস্থিতি হতাশ করেছে সংশ্লিষ্ট সবাইকে। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সুন নিগাম এবং দেশি সুপারস্টার জেমস ও মমতাজের মতো শিল্পীরা পারফর্ম করবে। স্টেডিয়ামে গিয়ে এ অনুষ্ঠান দেখতে হলে দর্শকদের গুনতে হচ্ছে চড়া মূল্য। আর তাই মানুষের আগ্রহ থাকলেও এই অতিরিক্ত মূল্যের কারণেই দর্শকদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ওডি/এমএমএ/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড