• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেড কোচের নাম ঘোষণা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ২১:০৫
পল নিক্সন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সন (ছবি: সংগৃহীত)

শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা। ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এবারের বিশেষ বিপিএলে সম্পূর্ণ নতুন ৭টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। নিজেদের গোছাতে তাই এখনই নেমে পড়েছে দলগুলো।

প্লেয়ার ড্রাফট থেকে দেশি বিদেশি ক্রিকেটারকে কেনার পর এবার হেড কোচ নির্বাচন করেছে চট্টগ্রাম অঞ্চলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সপ্তম বিপিএলে দলটির হেড কোচের ভূমিকায় থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার পল নিক্সন। এর আগে দলটি বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় সাবেক ইংলিশ পেসার কবির আলিকে।

ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে পল নিক্সনকে নিয়োগ দেওয়ার তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পোস্টে তারা লেখে, ‘চ্যালেঞ্জারদের বসের সঙ্গে পরিচিত হোন! বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সনের নাম। ২০১৮ সাল থেকে লিস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন তিনি।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড-

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলি, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড