• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে সর্বোচ্চ ও কম খরুচে দল

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৭:২২
বিপিএলের প্লেয়ার ড্রাফট
বিপিএলের প্লেয়ার ড্রাফট (ছবি : সংগৃহীত)

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু বিপিএলের কার্যক্রম। এরপর রবিবার (১৭ নভেম্বর) প্লেয়ার ড্রাফটে পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়ে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্টের এ বিশেষ আসরে দল গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে ঢাকা প্লাটুন আর সবচেয়ে কম খরচ করেছে সিলেট থান্ডার। একমাত্র দল হিসেবে সিলেট দেশি ক্রিকেটারদের পেছনে বেশি ব্যয় করেছে।

ঢাকা প্লাটুন সর্বোচ্চ খরচায় তাদের দলে ভিড়িয়েছে অভিজ্ঞ সব ক্রিকেটারদের। ৫০ লাখ টাকা মূল্যের ‘এ প্লাস’ ক্যাটাগরির দুই দেশি ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে রাজধানীর দলটি। ঢাকা প্লাটুনের দল গঠনে মোট খরচ হয়েছে ৪ কোটি ৪৮ লাখ টাকা।

যার মধ্যে দেশি ১০ ক্রিকেটারের পেছনে ২ কোটি ২২ লাখ টাকা এবং বিদেশি ছয় ক্রিকেটারের পেছনে ২ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এ প্লাস ক্যাটাগরির দুইজন শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরাকে দলে ভেড়ায় ঢাকা।

খরুচে তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ খুলনা টাইগার্স। ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা খরচ করেছে তারা। ড্রাফটের প্রথম ডাকেই এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে দলে ভেড়ায় খুলনা। বিদেশি থেকে এ প্লাস ক্যাটাগরির রাইলি রুশো আছে এই দলে। খুলনা ১০ দেশি ক্রিকেটারের পেছনে ১ কোটি ৭১ লাখ এবং ছয় বিদেশি ক্রিকেটারের পেছনে ২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা খরচ করেছে।

ঢাকা-খুলনার পরেই রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। চার দলই প্রায় কাছাকাছি অঙ্কের অর্থ খরচ করেছে। ১০ দেশি ও ছয় বিদেশি ক্রিকেটারের পেছনে চট্টগ্রামের খরচ ৩ কোটি ৭৮ লাখ টাকা। দেশি ক্রিকেটারে গেছে ১ কোটি ৬৮ লাখ এবং বিদেশি ক্রিকেটারে ২ কোটি ১০ লাখ টাকা।

কুমিল্লা ওয়ারিয়র্স মোট ৩ কোটি ৬৫ লাখ, রংপুর রেঞ্জার্স ৩ কোটি ৬১ লাখ ও রাজশাহী রয়্যালস ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করেছে। সবগুলো দলই বিদেশি ক্রিকেটারদের পেছনে বেশি খরচ করেছে।

বাকি ছয় দলের তুলনায় সিলেট থান্ডার অর্থ ব্যয় করেছে অনেক কম। তবে সিলেট এক জায়গায় ব্যতিক্রম। একমাত্র দল হিসেবে তারাই দেশি ক্রিকেটারদের পেছনে বেশি ব্যয় করেছে। মোট ২ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে দেশি ক্রিকেটার নিতে খরচ করেছে ১ কোটি ৪৮ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের পেছনে খরচ হয়েছে ১ কোটি ২৬ লাখ।

তবে এখানেই শেষ নয়। এখনো ড্রাফটের বাইরে থেকে দেশি-বিদেশি খেলোয়াড় ভেড়াতে পারবে দলগুলো।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড