• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘অবিক্রিত-অবহেলিত’ আশরাফুল

  ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর ২০১৯, ২২:৩৩
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল (ছবি : সংগৃহীত)

শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। প্রতি দলই নিজেদের পছন্দমতো দেশি বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তামিম-মাহমুদুল্লাহ-মুশফিকদের প্রথম রাউন্ডেই কিনে নিয়েছে দলগুলো। তবে মাশরাফি শেষ ধাপে দল পেয়েছেন আর অবিক্রিত রয়ে গেছেন আশরাফুল।

প্রথমবারের মতো বিপিএলে নেই সাকিব আল হাসান। তাই নিশ্চিতভাবে এবারের বিপিএল কিছুটা হলেও জৌলুস হারাবে। অন্যদিকে ড্রাফটে ‘এ+’ গ্রেডে ছিলেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। এ চারজন হলেন- তামিম ইকবাল, মাশরাফি বিন মোর্তুজা, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের এ সেরা চার ক্রিকেটারের প্রতি দলগুলোর আগ্রহ বেশি থাকাটাই স্বাভাবিক। তবে প্রথম ধাপে বাকি তিনজন দল পেলেও দল পাননি মাশরাফি। তিনি দল পেয়েছেন দশম ধাপে।

প্লেয়ার ড্রাফটে মাশরাফির মতো আশরাফুলের প্রতিও আগ্রহ দেখায়নি কেউই। দশম ধাপে মাশরাফিকে ঢাকা প্লাটুন কিনে নেওয়ার পর আশরাফুল ভক্তরাও আশায় বুক বেঁধেছিলেন। ভক্তদের সে আশা অপূর্ণই রয়ে গেল।

দেশের এক সময়ের সেরা তারকা ছিলেন আশরাফুল। এবারের বিপিএলে অবিক্রিত রয়ে গেলেন এ ক্রিকেটার। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন এক সময়ের দেশসেরা এ ক্রিকেটার। এরপর ক্রিকেটে ফিরলেও বার বার হয়েছেন অবহেলিত। এর আগে জাতীয় ক্রিকেট লিগেও দল পেতে হিমশিম খেতে হয়েছিল এ সাবেক তারকাকে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড