• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়সীমার প্রথম দিন

  অধিকার ডেস্ক    ০২ মার্চ ২০১৯, ১১:০৬

ছবি
ছবি : গ্রন্থমেলার দু’দিন বর্ধিত সময়সীমার প্রথম দিনে পাঠকদের উপচে পড়া ভিড় (ছবি : দৈনিক অধিকার)

গতকাল শুক্রবার (১ মার্চ) ছিল অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত দু’দিন সময়সীমার প্রথম দিন। ছুটির দিন থাকায় গ্রন্থমেলা শুরু হয় সকাল এগারটা থেকে। শেষ হয় রাত নয়টায়। গতকালও গ্রন্থমেলায় নতুন বই এসেছে ৮৬টি ।

গতকাল গ্রন্থমেলায় আসা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য-লায়লা ফাতেমা সুমির গল্পগ্রন্থ ‘আকাশির কথা’, একান্ত চৌধুরী রানার উপন্যাস ‘স্মৃতির দেয়ালে’, মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাব্যগ্রন্থ ‘তখন শব্দই হবে চোখের জল’, আ.ত.ম. মনজুর রহমান শাহ্পুরীর মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘চুকনগর গণহত্যার সেই তৃষ্ণা’, মাধব রায়ের বিজ্ঞানভিত্তিক গ্রন্থ ‘পিঁপড়াবতা’, সুপা সাদিয়ার মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘বীরশ্রেষ্ঠ কথা’, অধ্যাপক অপু উকিল ও মোঃ মাসুদুল ইসলামের জীবনীমূলক যৌথগ্রন্থ ‘স্মরণে ভাস্কর : শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী’সহ অন্যান্য।

এছাড়াও এসেছে- গল্পগ্রন্থ ১৫টি, উপন্যাস ৭টি, প্রবন্ধ ৩টি, কাব্যগ্রন্থ ৩১টি, শিশুতোষ গ্রন্থ ৬টি, ছড়া গ্রন্থ ২টি, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ৬টিসহ অন্যান্য গ্রন্থ।

উল্লেখ্য, আজ (২ মার্চ) অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়সীমার শেষ দিন। গ্রন্থমেলা শুরু হবে সকাল ১১টা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত। আজই গ্রন্থমেলার শেষদিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড