• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলার শেষ দিনের আয়োজন

  অধিকার ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯

ছবি
ছবি : দৈনিক অধিকার

আজ ২৮ ফেব্রুয়ারি। বাঙালির প্রাণের মেলা গ্রন্থমেলার শেষ দিন। শেষ দিনেও গ্রন্থমেলা শুরু হবে বিকাল তিনটা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত। তবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে বাংলা একাডেমি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী স্বাগত ভাষণ রাখবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

অনুষ্ঠানে প্রদান করা হবে কবি নির্মলেন্দু গুণকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯ প্রদান করা হবে। এছাড়া অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষ্যে বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার- চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৯, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৯, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ প্রদান করা হবে।

এছাড়াও ৭টা ৫০মিনিটে অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে রাত ৯টা ১০মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড