• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলার দিনলিপি (২৭ ফেব্রুয়ারি)

  অধিকার ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩২

ছবি
ছবি : দৈনিক অধিকার

অমর একুশে গ্রন্থমেলার ২৭তম দিন ছিলো গতকাল (২৭ ফেব্রুয়ারি)। গতকাল গ্রন্থমেলা শুরু হয় বিকাল ৩টা থেকে। চলতে থাকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিনের মতো গ্রন্থমেলায় গতকালও নতুন বই এসেছে ২৪৮টি।

গতকাল গ্রন্থমেলায় আসা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ আবদুল মাননানের গল্পগ্রন্থ ‘সকালে সন্ধ্যার গল্প’। মুস্তাফিজুর রহমান নাহিদের শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতধরার কৌশল’। মুস্তাফিজুর রহমান নাহিদের জীবনীগ্রন্থ ‘মানুষ মাশরাফি’। মানসুর মুজাম্মিলের ছড়া গ্রন্থ ‘তাওয়ায় জ্বলা রুটি’। সৈয়দ ইকবালের নিবন্ধগ্রন্থ ‘কালের খেয়ায়’। মোশতাক আহমেদের সায়েন্স ফিকশন ‘রোবটের যুগে’। মোহসীনুল হকের গানের সংকলন ‘ইসলামী সংগীত সমাহা’। জোয়ারদার নওশের আলী ও আলমগীর আলমের চিকিৎসাবিষয়ক গ্রন্থ যৌথ ‘প্রকৃতি ও সুস্থতা’সহ অন্যান্য।

এছাড়াও এসেছে গল্পগ্রন্থ ২৪টি। উপন্যাস ৩০টি। প্রবন্ধ ১২টি। কাব্যগ্রন্থ ১০২টি। গবেষণামূলক গ্রন্থ ৭টি। শিশুতোষ গ্রন্থ ১০টি। ছড়া গ্রন্থ ২৩টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ৬টি’সহ অন্যান্য গ্রন্থ।

গতকাল বিকেল চারটায় অনুষ্ঠিত হল ‘বইমেলার উদ্যোগ ও অর্জন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন শাহিদা খাতুন, ওসমান গণি, রেজানুর রহমান, ফরিদ আহমদ দুলাল এবং জালাল আহমেদ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের একুশে বইমেলা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও আদৃত। তবে বইমেলায় বই প্রকাশের সংখ্যাগত দিকটির চেয়ে গুণগত মানের বিষয়টি নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন- রশিদ আসকারী, মাহবুব রেজা, সুমনকুমার দাশ, শাহেদ ইকবাল এবং শোয়েব সর্বনাম।

সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী জি এম মোর্শেদ এবং সিদ্দিকুর রহমান পারভেজ।

উল্লেখ্য, আজ গ্রন্থমেলার শেষ দিন। আজও মেলো শুরু হবে বিকাল ৩টা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত।তবে সন্ধ্যা ৭টা ৫০মিনিটে অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে রাত ৯টা ১০মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড