• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বইমেলার উদ্যোগ ও অর্জন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান

  অধিকার ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬

ছবি
ছবি : দৈনিক অধিকার

অমর একুশে গ্রন্থমেলার ২৭তম দিন গতকাল (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় অনুষ্ঠিত হল ‘বইমেলার উদ্যোগ ও অর্জন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন শাহিদা খাতুন, ওসমান গণি, রেজানুর রহমান, ফরিদ আহমদ দুলাল এবং জালাল আহমেদ।

আলোচনা অনুষ্ঠানে ‘বইমেলার উদ্যোগ ও অর্জন’ সম্পর্কে শাহিদা খাতুন বলেন, ‘বইমেলার প্রাপ্তি ও অর্জনের বিষয়টি কিছুটা আপেক্ষিক। এর অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগের পাশাপাশি রয়েছে অনেক সীমাবদ্ধতা, অতৃপ্তি আর অপূর্ণতা। বাংলা একাডেমি বাঙালি জাতির আত্মপরিচয় আর আত্মবিশ্বাসের স্রোতস্বিনী একটি প্রতিষ্ঠান। তাই জাতির মানস গঠন ও বিকাশের ক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একুশের যে প্রেরণা নিয়ে বাংলা একাডেমিতে বইমেলা সূচিত হয়েছিল আজ পর্যন্ত সেই প্রেরণাতেই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মহান ভাষা-আন্দোলন আর মুক্তিযুদ্ধের সফলতা থেকে অর্জিত বাঙালিত্ব ও স্বাধীনতা এবং এ থেকে সৃজনশীল কর্মকা- এবং ক্রমান্বয়ে তা প্রতিষ্ঠিত হয়ে বিস্তার ঘটেছে একুশের বইমেলায়। সামগ্রিক অর্থে এখানেই বইমেলার স্বার্থকতা আর এসবই বইমেলার অর্জন। বাংলাদেশের জনগণের হৃদয়ে মহান একুশে আর মুক্তিযুদ্ধের যে চেতনা গভীরভাবে প্রোথিত আছে তারই প্রতিফলন সবসময় বইমেলায় প্রতিফলিত হবে- এই প্রত্যাশা সবার।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের একুশে বইমেলা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও আদৃত। তবে বইমেলায় বই প্রকাশের সংখ্যাগত দিকটির চেয়ে গুণগত মানের বিষয়টি নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

এছাড়াও আলোচকবৃন্দরা বলেন, ‘প্রায় চার দশক ধরে চলমান একুশের বইমেলা এখন বিশ্বের দীর্ঘসময়ব্যাপ্ত বইমেলার মর্যাদাপ্রাপ্ত। এই বইমেলার অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অসাধারণ। তবে যেনতেনভাবে বইমেলায় বই প্রকাশের তাগাদায় প্রকাশনা ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতিরও অবতারণা হয়। এ বিষয়টির দিকে লক্ষ্য রেখে বই প্রকাশনাকে একটি বাৎসরিক রেওয়াজে পরিণত করতে হবে। দেশের প্রত্যন্ত অ লগুলোতে সারাবছর বইমেলা পরিচালনার মাধ্যমে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বার্তা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড