• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলচ্চিত্রের তিন ধ্রুপদীকে নিয়ে আলোচনা অনুষ্ঠান

  অধিকার ডেস্ক    ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৯

আমজাদ হোসেন
চলচ্চিত্রের তিন ধ্রুপদী মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন

অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিন গতকাল (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় অনুষ্ঠিত হল চলচ্চিত্রজন মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেনের শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম। আলোচনায় অংশগ্রহণ করেন সাজেদুল আউয়াল, ম. হামিদ, তপন বাগচী এবং বিধান রিবেরু।

চলচ্চিত্রের এই তিন ধ্রুপদী সম্পর্কে সাজেদুল আউয়াল বলেন, ‘মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন- এই তিন চলচ্চিত্রজন পশ্চিম ও পুবের চলচ্চিত্রশিল্পকে দেশীয় প্রেক্ষিতে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি বৈশ্বিক পরিমণ্ডলেও পরিচিতি দিয়ে গেছেন। তিনজনই তাঁদের সময়ে ঘটতে থাকা সমাজ-ইতিহাসকে তাঁদের স্ব স্ব ক্ষেত্রের কাজের মাধ্যমে শাসন করেছেন এবং নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে গেছেন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন মানে নিজেদের গর্বিত ইতিহাসকে সামনে আনা। একইসাথে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস সঞ্চয় করা।’

সভাপতির বক্তব্যে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন- এই তিন গুণী চলচ্চিত্রজনকে অতি অল্প সময়ের ব্যবধানে হারিয়েছি আমরা। বাংলা চলচ্চিত্রজগৎ ঋদ্ধ হয়েছে তাদের নানামাত্রিক ও বহুবর্ণিল অবদানে। বাংলা একাডেমি একুশের আয়োজনে তাঁদের স্মরণ করে আমার সবার শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দিয়েছেন।’

এছাড়াও আলোচকবৃন্দরা বলেন, ‘মৃণাল সেন, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন- বৃহৎ বাংলা চলচ্চিত্র-বিশ্বের তিন স্মরণীয় নাম। ভিন্ন প্রেক্ষিতে কাজ করলেও তাঁদের চলচ্চিত্রকর্মের মধ্যে অভিন্ন ঐক্যও পরিলক্ষিত হয়। এই ঐক্য মানবিক বোধ এবং সাধনার। মৃণাল সেনের চলচ্চিত্রে যেমন ফুটে উঠেছে মধ্যবিত্তের পলায়ন এবং সংগ্রামের আখ্যান তেমনি আমজাদ হোসেনের চলচ্চিত্রে অমর একুশে থেকে বাংলাদেশের নিত্যকার বাস্তব উদ্ভাসিত হয়েছে অনন্য ব্যঞ্জনায়। অন্যদিকে চলচ্চিত্রের চিত্রগ্রহণে আনোয়ার হোসেন যে বিশিষ্টতার পরিচয় দিয়েছেন তা তুলনারহিত।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড