• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলার দিনলিপি (১৯ ফেব্রুয়ারি)

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪২

ছবি

অমর একুশে গ্রন্থমেলার ১৯তম দিন ছিলো গতকাল (১৯ ফেব্রুয়ারি)। গ্রন্থমেলা শুরু হয় সকাল বিকাল ৩টা থেকে। চলতে থাকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিনের মতো গ্রন্থমেলায় গতকালও নতুন বই এসেছে ১৪২টি। মেলার ১৯তম দিনে পাঠকদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। পরিচিত লেখকদের পাশাপাশি প্রিয় লেখকদের বই সংগ্রহ করতে দেখা যায় পাঠকদের।

গতকাল গ্রন্থমেলায় আসা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য তানভীর মোকাম্মেলের কাব্যগ্রন্থ ‘বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা’। রণজিৎ সরকারের গল্পগ্রন্থ ‘ক্লাসের ফার্স্টবয় লাস্ট বয়’। নাহিদ হকের প্রবন্ধ ‘বাংলা কথা সাহিত্য স্বপ্ন বাস্তবতা ও অন্যান্য প্রসঙ্গ’। ড. মুহাম্মদ জমির হোসেনের গবেষণামূলক গ্রন্থ ‘রবীন্দ্র নাটকে ঐতিহ্য চেতনা’। সাগর রহমানের উপন্যাস ‘কৃষ্ণপক্ষের দিনরাত্রি’। বেলাল আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘লাঠি থেকে রাইফেল’। সাজ্জাক হোসেন শিহাবের শিশুতোষ গল্প ‘হুর রে’সহ অন্যান্য।

এছাড়াও এসেছে গল্পগ্রন্থ ৩৪টি। উপন্যাস ১৫টি। প্রবন্ধ ৭টি। কাব্যগ্রন্থ ৪৫টি। শিশুতোষ গ্রন্থ ১টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ৩টি। সায়েন্স ফিকশন ১টি। জীবনীমূলক গ্রন্থ ১১টি। শিশুতোষ ছড়া গ্রন্থ ৫টি। ভ্রমণমূলক গ্রন্থ ২টি’সহ অন্যান্য গ্রন্থ।

গতকাল বিকেল চারটায় অনুষ্ঠিত হল বাংলাদেশের ছড়াসাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। আলোচনায় অংশগ্রহণ করেন সুজন বড়ুয়া, আলম তালুকদার, আসলাম সানী, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম এবং আনজীর লিটন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, বাংলাদেশের ছড়াসাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা রূপায়িত হয়েছে নানা মাত্রায়। লোকায়ত ধারা থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত এদেশের ছড়াসাহিত্যের মৌল মর্মে রয়েছে জনমানুষের মুক্তির চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ছড়াসাহিত্য তাই এক অভিন্ন অনুভবের নাম।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন মতীন্দ্র মানখিন, ফারুক মঈনউদ্দীন, ওবায়েদ আকাশ, রেজা ঘটক, আলতাফ শাহনেওয়াজ এবং বদরুল হয়দার।

সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী, এনামুল হক বাবু।

উল্লেখ্য, আজ মেলা শুরু হবে বিকাল চারটা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত। বিকাল চারটায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে সওগাত পত্রিকার শতবর্ষ ফিরে দেখা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ সামাদ। এছাড়াও সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড