• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলায় এম টি উল্যাহ’র উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’

  অধিকার ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫১
এম টি উল্যাহ
এম টি উল্যাহ’র উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কথা সাহিত্যিক এম টি উল্যাহ এর নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐতিহাসিক উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’। এটি তার তৃতীয় গ্রন্থ।

নোয়াখালী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলীর আলোকে রচিত হয়েছে এই উপন্যাস। ইতিহাসের সত্য ঘটনা তুলে আনার মাধ্যমে সময়ের নির্মোহ বয়ান ফুটিয়ে তোলা হয়েছে গ্রন্থে।

নতুন বই নিয়ে এম টি উল্যাহ বলেন, উপন্যাসটিতে ইতিহাসের নির্মোহ বয়ানে একটি স্বতন্ত্র ধারা সংযোজন করার চেষ্টা করা হয়েছে। উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলে প্রতিটি তথ্য সূত্র বর্ণিত হয়েছে রেফারেন্স আকারে এবং ইতিহাসের ধারাবাহিকতায় সাহিত্যের রূপ প্রদান করা হয়েছে।

বইটির ঐতিহাসিক গুরুত্বের কারণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চর্চা ও গবেষণার ক্ষেত্রে ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস।

লেখকের ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকটি বই ২০১৮ সালের বইমেলায় জাগৃতি প্রকাশনীতে থেকে প্রকাশিত হয়।

বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে মিজান পাবলিশার্স-এর ৩৫৩-৩৫৫ নম্বর স্টলে ও বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে স্বপ্নিল প্রান্তরের স্টলে পাওয়া যাচ্ছে। মূল্য : ২২৫ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড