• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলার সংবাদ

গ্রন্থমেলার দিনলিপি (১০ ফেব্রুয়ারি)

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২

ছবি
ছবি : দৈনিক অধিকার

অমর একুশে গ্রন্থমেলার দশম দিন ছিলো গতকাল (১০ ফেব্রুয়ারি)। ছুটির দিন থাকালেও গ্রন্থমেলা শুরু হয় সকাল বিকাল ৩টা থেকে। চলতে থাকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিনের মতো গ্রন্থমেলায় গতকালও নতুন বই এসেছে ৯০টি।

মেলার দশম দিনে পাঠকদের ভিড় ছিলো লক্ষণীয়। পরিচিত লেখকদের পাশাপাশি প্রিয় লেখকদের বই সংগ্রহ করতে দেখা যায় পাঠকদের।

গতকাল গ্রন্থমেলায় আসা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মিতুল সাইফের শিশুতোষ গল্প ‘ছোট্ট হাতি ঐরাবতী’। মো. শহীদুল্লাহ এর গবেষণামূলক গ্রন্থ ‘নোবেল পুরস্কার বিজয়ীদের কথা’। মেহেদী হাসানের কাব্যগ্রন্থ ‘ফাল্গুন না ফেব্রুয়ারি’। এম আবদুল আলীমের ভাষা আন্দোলনের গ্রন্থ ‘ভাষা আন্দোলনে ছাত্রলীগ কতিপয় দলিল’। আশরাফ আহমেদের উপন্যাস ‘রাতের অতিথি’। সুশীল সাহার স্মৃতিকথা ‘আমার বাংলাদেশ’সহ অন্যান্য।

এছাড়াও এসেছে গল্পগ্রন্থ ১৪টি। উপন্যাস ১৪টি। প্রবন্ধ ২টি। কাব্যগ্রন্থ ৩৫টি। গবেষণামূলক গ্রন্থ ৩টি। শিশুতোষ গ্রন্থ ২টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ১টি’সহ অন্যান্য গ্রন্থ।

গতকাল বিকেল চারটায় গ্রন্থমেলায় অনুষ্ঠিত হলো কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদারের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিনা হোসেন। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহীবুল আজিজ, হোসেনউদ্দীন হোসেন, মাহবুব সদিক এবং হরিশংকর জলদাস।

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘জন্মশতবর্ষে অমিয়ভূষণ মজুমদারকে স্মরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রান্তবর্তী মানুষের অন্তর্গত বেদনা, সংগ্রাম ও সংকল্পের দায় তিনি তাঁর কলমের সঙ্গে অঙ্গীকৃত করে নিয়েছেন। বাংলা সাহিত্যের ভিন্ন ধারার কথাশিল্পী হিসেবে অমিয়ভূষণ মজুমদার পাঠকের কাছে অনাগতকালে উপস্থাপিত হবেন ভিন্নতর ব্যঞ্জনায়।’

এছাড়াও লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন কবি অসীম সাহা, রেজাউদ্দীন স্টালিন, মীম নোশিন নাওয়াল খান, মাজহার সরকার এবং পারভেজ হোসেন।

সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি করেন মীর মাসরুর জামান রনি এবং লাবণ্য শিল্পী।

উল্লেখ্য, আজ বিকেল চারটায় বাংলা একাডেমি গ্রন্থমেলায় অনুষ্ঠিত হবে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কামাল লোহানী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড