• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলার সংবাদ

কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদারের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৬

ছবি
ছবি : কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদার

অমর একুশে গ্রন্থমেলার দশম দিন গতকাল (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় গ্রন্থমেলায় অনুষ্ঠিত হলো কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদারের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিনা হোসেন। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহীবুল আজিজ, হোসেনউদ্দীন হোসেন, মাহবুব সদিক এবং হরিশংকর জলদাস।

অনুষ্ঠানে কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদার সম্পর্কে মহীবুল আজিজ বলেন, ‘এক প্রবল দায়বদ্ধ লেখক অমিয়ভূষণ মজুমদার। আদিতে ছিলেন পূর্ববঙ্গের পাবনা’র মানুষ, স্থিত হলেন উত্তরবঙ্গের কোচবিহারে। রাজনীতির নিয়তিনির্দিষ্ট অধিকাংশের মতন কলকাতারও নয়, হয়ে পড়েন কলকাতা ছাড়িয়ে আরও দূরের জন। আর সেখান থেকেই দারুণ দার্ঢ্য নিয়ে অধিষ্ঠিত হন কেন্দ্রে, পরিণত হন বাংলা সাহিত্যের অনিবার্য লেখক। তাঁর সাহিত্য-বিচারের ক্ষেত্রে কেন্দ্রিকতা-প্রান্তিকতা প্রভৃতি হিসেবকে সম্পূর্ণ বাইরে রাখতে হয় যখন তিনি কলকাতাকে অভিহিত করেন ‘ঔপনিবেশিক শহর’ রূপে। সুদীর্ঘ অতিক্রান্ত কালের পরেও সে-শহর ঔপনিবেশিক শক্তিসৃষ্ট শহর শুধু নয় তা উপনিবেশিত দৃষ্টিভঙ্গির অতিরেক বৃহত্তর মূল্যে উত্তীর্ণ হতে না পারায় তাকে সংকীর্ণ চৌহদ্দি বলে মনে করতেন অমিয়ভূষণ।’

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘জন্মশতবর্ষে অমিয়ভূষণ মজুমদারকে স্মরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রান্তবর্তী মানুষের অন্তর্গত বেদনা, সংগ্রাম ও সংকল্পের দায় তিনি তাঁর কলমের সঙ্গে অঙ্গীকৃত করে নিয়েছেন। বাংলা সাহিত্যের ভিন্ন ধারার কথাশিল্পী হিসেবে অমিয়ভূষণ মজুমদার পাঠকের কাছে অনাগতকালে উপস্থাপিত হবেন ভিন্নতর ব্যঞ্জনায়।’

আলোচকবৃন্দ বলেন, অমিয়ভূষণ মজুমদারের উপন্যাসের একটা বড় পরিপ্রেক্ষিত হলো নরনারীর সম্পর্কের জটিলতা কিন্তু সে-জটিলতার সামাজিক ব্যাকরণটিকে বাদ দেন না তিনি। বাংলা কথাসাহিত্যের সাম্রাজ্যের অসামান্য অধীশ্বর অমিয়ভূষণ মজুমদারের ‘হিসাব-নিকাশ উলটেপালটে দেওয়া’ মানুষদের জীবনের ইতিহাসের হিসাব ঠিক-ঠিক লিপিবদ্ধ করে রেখে গেছেন; সে কারণেই তিনি স্মরণীয়।’

আজ ১১ ফেব্রুয়ারি। অমর একুশে গ্রন্থমেলার ১১তম দিন। আজ মেলা শুরু হবে বিকাল তিনটা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত। এছাড়াও বিকাল চারটায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড