• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিয়াউর রহমান শোনালেন তার নতুন বই ‘নির্বাচিত গানকবিতা’র কথা

  শব্দনীল

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১
প্রচ্ছদ
ছবি : দৈনিক অধিকার

বাংলা সংগীতাঙ্গনে ‘শিরোনামহীন’ প্রায় তিন দশক ধরে ক্লাসিকাল রক, প্রোগ্রেসিভ রক এবং ফোক ধাঁচের সংগীতের মূর্ছনার মাধ্যমে সংগীতপ্রেমীদের বিভোর করে রেখেছেন। শুধু কী তাই! এই রক ব্যান্ড সুরে-সংগীতে যতটা মুগ্ধতা ছড়িয়েছে তার চেয়েও বেশি গানের কথায় বিমোহিত করেছে শ্রোতাদের। তাই শিরোনামহীন ব্যান্ডের প্রতিটি গানই মানুষের মুখে মুখে ফেরে কবিতার মতো করে।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এ ‘সব্যসাচী প্রকাশনী’ থেকে শিরোনামহীনের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লেখা ২৯টি কবিতা নিয়ে গতকাল (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘নির্বাচিত গানকবিতা’। এই গ্রন্থটিতে স্থান পেয়েছে ‘জাহাজী’, ‘ক্যাফেটেরিয়া’, ‘হাসিমুখ’, ‘বুলেট কিংবা কবিতা’ মতো শিরোনামহীনের জনপ্রিয় গানগুলোও।

বইটি সম্পর্কে জিয়াউর রহমান দৈনিক অধিকারকে বলেন, ‘শিরোনামহীন ত্রিশ বছর ধরে যে গানগুলো গেয়েছে তারই প্রতিফলন এটি। এখানে শিরোনামহীনের প্রকাশিত গানগুলোই আছে। তবে যে গানগুলো অপ্রকাশিত হয়ে আছে সেগুলোও শিরোনামহীন প্রকাশ করবে। কারণ আমি বিশ্বাস করি আমার নিজস্ব সত্তা নিয়ে আলাদাভাবে কোনো কাজই করিনি। যা কিছু করেছি সেটা শুধু মাত্র শিরোনামহীনের জন্য। শিরোনামহীনের বাহিরে ব্যক্তি জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব নাই।’

MDvbfmiDb

ছবি : ‘নির্বাচিত গানকবিতা’ কাব্যগ্রন্থ হাতে জিয়াউর রহমান

জিয়াউর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নির্বাচিত গানকবিতা’। গ্রন্থটির মোড়ক উন্মোচনের সময় তিনি প্রথম প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে দৈনিক অধিকারকে বলেন, ‘অনুভূতি অবশ্যই অনেক ভালো। এভাবে কখনোই ভাবিনি যে একটি বই প্রকাশ করব। হয়তো প্রকাশকের আগ্রহের একটি বড় ভূমিকা রেখেছে। সাথে আমার কাছের মানুষ যারা আছে, সেটা ফ্যান বেজ থেকে হোক, বন্ধুদের থেকে হোক, শুভানুধ্যায়ী থেকে হোক এবং আমার স্ত্রী থেকে অসম্ভব অনুপ্রেরণা ছিল। একটা বই প্রকাশ করা প্রয়োজন। কারণ, এই গ্রন্থটি মানুষ সংগ্রহে রাখতে চাইবে এবং আমাদের শুভানুধ্যায়ীদের সেই সুযোগটি দেওয়া উচিত বলে মনে করি। আমি মনে করি এই গ্রন্থের সেই যোগ্যতাটা আছে বলেই একটু সংকোচ থেকেই গ্রন্থটি প্রকাশ করা। সবাই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখবে বলেই মনে করি। যেহেতু ত্রিশ বছরের কাজ সেহেতু এখানে তার সবই আছে। তার মানে মানুষের ভালোবাসার জায়গাটা তো এখানে থেকেই যাচ্ছে।'

তিনি শিরোনামহীনের ভক্তদের উদ্দেশে বলেন, ‘এই গ্রন্থের উৎসর্গ দেখলেই তারা বুঝতে পারবে, তাদের কে আমি কী বলতে চেয়েছি। যারা সত্যিকার অর্থে শিরোনামহীনকে হৃদয়ে ধারণ করে তারা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমি আগেই বলেছি ব্যক্তি জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব নাই শিরোনামহীন ছাড়া। অস্তিত্বের সাথে যেহেতু শিরোনামহীন জুড়ে আছে এবং যাদের হৃদয়ে শিরোনামহীন আছে, তাদেরই গ্রন্থটি উৎসর্গ করেছি।’

উল্লেখ্য, অমর একুশে গ্রন্থমেলার ‘সব্যসাচী প্রকাশনী’- এর ৫১৮ নম্বর স্টলে ‘নির্বাচিত গানকবিতা’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারি ডটকম থেকে। কাব্যগ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড