• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

গ্রন্থমেলায় রকিব লিখন এর ‘তুমিই বাংলাদেশ’

  অধিকার ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

প্রচ্ছদ
ছবি : কবি রকিব লিখন এবং (প্রচ্ছদ : তুমিই বাংলাদেশ)

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এ ‘তিউড়ি প্রকাশন’ থেকে এসেছে রকিব লিখনের কাব্যগ্রন্থ ‘তুমিই বাংলাদেশ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী সোহেল আনাম।

দুই হাজার আঠারোর কিশোর আন্দোলনে ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ স্লোগানটি প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে নাড়া দিয়ে। কারণ বাংলাদেশ শব্দটিই কোন কোন মানুষের বেঁচে থাকার প্রেরণা। হৃদয়ে যার মাতৃভূমি, মননে যার দেশপ্রেম সেই প্রকৃত বীর। আর বীর বাঙালি তার প্রমাণ বারবার দিয়েছেন।

চেতনাধারী বাঙালির হৃদয়ে এই দুটি লাইন বেঁচে থাকবে অনেক যেমন তেমনি প্রেরণা ও সাহস জুগিয়ে যাবে বাঙালির দেখা ভবিষ্যতের প্রতিটি স্বপ্নে।

এই স্লোগানের স্রষ্টা কবি রকিব লিখন এর জীবনবোধ ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত নিয়েই সাজানো কাব্যগ্রন্থ ‘তুমিই বাংলাদেশ’।

‘তুমিই বাংলাদেশ’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার তিউড়ি প্রকাশনের ৫৮৯ নং স্টলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড