• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় যুব-কিশোর নাট্যোৎসবে আসছে কাব্য বিলাসের ‘কপাল’

  নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০
‘কপাল’ নাটক
‘কপাল’ নাটকের একটি দৃশ্য (ছবি : সংগৃহীত)

জাতীয় যুব-কিশোর নাট্যোৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করবে ‘কপাল’। ২০ থেকে ২৭ সেপ্টেম্বর জাতীয় নাট্য শালায় অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম যুব-কিশোর নাট্যোৎসব।

দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এ উৎসবে নদী ভাঙা মানুষের জীবনের প্রতিচ্ছবি নিয়ে মঞ্চায়ন করবে নাটক ‘কপাল’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন রাহুল রাজ।

নদী ভাঙা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে রাজধানীর কাওলার নিজস্ব মহড়াকক্ষে ব্যস্ত সময় পার করছেন দলের সদস্যরা।

গেল বছর কলকাতায় আন্তর্জাতিক নাট্যোৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী ‘কপাল’ নাটকটি মঞ্চায়ন করে ব্যাপক সুনাম ও প্রশংসা কুড়ায়।

দলের অন্যতম সদস্য মেহেদী হাসান বলেন, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী সব সময় ব্যতিক্রম নাটক প্রদর্শন করে আসছে। এবারো তার ব্যতিক্রম হবে না। অভিনয়ের সঙ্গে পোশাক ও আলোকসজ্জার উপর আমরা বিশেষভাবে কাজ করছি। নাটকের প্রতিটি চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আশা করছি সবার অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে যাবে।

‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ স্লোগানে কাব্য বিলাস ১৫ বছর ধরে নিয়মিত অপসংস্কৃতির বিরুদ্ধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজ সচেতন এবং ভিন্নধারার নাটক মঞ্চায়ন করে আসছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড