• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে ফিরেছেন শিমলা, সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  চট্টগ্রাম প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪
নায়িকা শিমলা
নিহত পলাশ এবং চট্টগ্রামের দামপাড়ায় কাউন্টার টেরোরিজম অফিসে নায়িকা শিমলা (ছবি : সংগৃহীত)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সামসুন নাহার শিমলা দেশে অবস্থান করছেন। বিমান ছিনতাই চেষ্টার এক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা চট্টগ্রামের দামপাড়ায় কাউন্টার টেরোরিজম অফিসে এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ওই ঘটনায় ৩ ঘণ্টার অভিযানে মাহাদি ওরফে পলাশ নামে এক যুবক নিহত হন।

জানা যায়, পলাশ নায়িকা শিমলার স্বামী ছিলেন। তিনি ২০১৭ সালের ডিসেম্বরে শিমলাকে বিয়ে করেন। ২০১৮ সালের নভেম্বরে তাদের ডিভোর্স হয়।

শিমলা বিমান ছিনতাই চেষ্টার ঘটনার সময় ভারতে ছিলেন। তখন জানানো হয়, শিমলা দেশে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে শিমলা কবে কখন দেশে ফিরেছেন তা জানা যায়নি। এ বিষয়ে জিজ্ঞাসার কোনো জবাবও দেননি তিনি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড