• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শাশুড়ির’ মামলায় সালমার স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ

  কক্সবাজার প্রতিনিধি

০৩ জুলাই ২০১৯, ১৬:২৬
সানাউল্লাহ নূরী সাগর ও মৌসুমী আক্তার সালমা
সানাউল্লাহ নূরী সাগর ও মৌসুমী আক্তার সালমা (ছবি :সংগৃহীত)

নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজিরা দিতে উপস্থিত হন সাগর। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের হয়। সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় সালমার স্বামী সাগর ও তার বাবা-মাকে আসামি করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরী সাগর। গত ডিসেম্বরে তাকে বিয়ে করেন সংগীতশিল্পী সালমা। ২০১৪ সালের ৩ জুন সাগর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া মুনিয়াত পুষ্মীকে বিয়ে করেন। স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে ওই মামলা করেন প্রথম স্ত্রীর মা।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড