• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউইয়র্কে সেরা ডিজিটাল ব্যক্তিত্ব মনোনীত আরজে তাজ

  বিনোদন ডেস্ক

২৯ মে ২০১৯, ১৬:১১
আরজে তাজ
আরজে তাজ (ফাইল ফটো)

নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯ এ প্রথমবার বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবেও মনোনীত হয়েছেন।

প্রতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভাল অ্যাওয়ার্ড। বিশ্বের উল্লেখযোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সঙ্গে সংশ্লিষ্ট কলাকৌশলীদের মধ্য থেকে বাছাই করে দেওয়া হয় এ অ্যাওয়ার্ড।

প্রতি বছরের মতো এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯। অনুষ্ঠানে ৩০টি দেশ মনোনীত হয়েছে। এ ফেস্টিভালে প্রথমবার বাংলাদেশ থেকে রেডিও স্পাইস (রেডিও মাসালা লি.) ৯৬.৪ এফএম তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

এ বিষয়ে তাসনিম বর্ষা ইসলাম বলেন, নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। কারণ এ অর্জন দেশের, এ অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্ববাসী আবারও বাংলাদেশকে নতুন করে জানবে।

তিনি আরও বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড