• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাঙছে না এলআরবি

  অধিকার ডেস্ক

১৭ এপ্রিল ২০১৯, ১৭:৪৯
এলআরবি ব্যান্ড
আইয়ুব বাচ্চু সহ এলআরবি ব্যান্ড। (ছবি : সংগৃহীত)

ভক্তদের ইচ্ছে আর ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান রাখতেই এলআরবি ব্যান্ডটি আগের নামেই ফিরে যাচ্ছে। এরই মধ্যে ব্যান্ডের নাম নিয়ে বেশ নাটকীয়তা হয়ে গেছে। আইয়ুব বাচ্চুর প্রয়াণের পর ব্যান্ডের নতুন ভোকালিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেন জনপ্রিয় শিল্পী বালাম। এরপর আইয়ুব বাচ্চুর পরিবার থেকে বলা হয় এলআরবি নামটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ব্যান্ডের সদস্যরা তখন ব্যান্ডের নাম দেন ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’।

এই ঘটনাটি এলআরবির ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বেশ সমালোচনাও হয়। এমনকি অনেক তারকাও এই নিয়ে মন্তব্য করেন। তারা নামের বিষয়টি নিয়ে আবারও ভেবে দেখতে আহ্বান জানান। আইয়ুব বাচ্চুর পরিবারের প্রতিও নমনীয় হবার আহ্বান জানান অনেকে। সবাই মিলেমিশে ব্যান্ডটিকে বাঁচিয়ে রাখুক এই ছিল ভক্তদের চাওয়া।

এ বিষয়ে এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ গণমাধ্যমের কাছে বলেন, 'বালাম নয়, আমরা এলআরবিতে ছিলাম, আছি এবং থাকব। বস (আইয়ুব বাচ্চু) যেমনটা চেয়েছিলেন, এই ব্যান্ড নিয়ে তিনি যেভাবে ভেবেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাব।'

পারিবারিক কাজে ব্যান্ডটির অন্যতম সদস্য মাসুদ একটু ব্যস্ত আছেন। তিনি ঢাকায় ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান ব্যবস্থাপক শামীম আহমেদ। তিনি আরও বলেন, 'প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বসের (আইয়ুব বাচ্চু) পরিবারকে বাদ দিয়ে কোনোকিছু করা হবে না। গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের সঙ্গে আলোচনা করেই করা হবে।'

এলআরবি ব্যান্ডের নাম পাল্টানোর পর আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি আমার বোনেরও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ; ছিলেন, আছেন এবং থাকবেন। তার গানগুলোর ভেতর দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

‘এলআরবি অথবা বালাম অ্যান্ড দ্য লিগ্যাসির (তারা এখন এই নামে গান করতে চান) সদস্যদের বলতে চাই, তারা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে আমাদের কোনো বাধা নেই। প্রাথমিকভাবে তারা যেভাবে এলআরবি নামে গান করতে চেয়েছিলেন, সেভাবেই গান চালিয়ে যেতে পারেন। তাদের জন্য শুভকামনা রইল। আশা করি, তারা সফল হবেন এবং বাবার গান নিয়ে এগিয়ে যাবেন। আমার চাওয়া, এলআরবি সব সাফল্য অর্জন করবে।’

তার স্ট্যাটাস নিয়ে শামীম আহমেদ জানান, 'বস থাকা অবস্থায় তাজওয়ার এলআরবিতে বাজিয়েছে। ও খুবই মেধাবী। দেশের বাইরে পড়াশোনা করছে। বস চাইতেন ও পড়াশোনায় ভালো করুক। আমরাও তাই চাই। ও যখন আসার সিদ্ধান্ত নিবে, আসবে। এখন আমরা ৫ জন আছি। ও আসলে ৬ জন হবে। ওর স্ট্যাটাসটির ফলে আমাদের সিদ্ধান্ত খুব সহজেই নেওয়া গেছে।'

এলআরবি ব্যান্ডের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যান্ড যা আয় করবে তার একটা অংশ পাবে ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পরিবার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড