• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবির পথনাট্য উৎসবের শেষ দিন আজ

  রাবি প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ০৯:৪২
ছবি
ছবি : তিন দিনব্যাপী পথনাট্য উৎসবের আনন্দ শোভাযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে গত ২১ মার্চ থেকে। বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এই উৎসবের উদ্বোধন করেছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী। আজ উৎসবের শেষ দিন।

বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন সমকাল নাট্যচক্রের ৩৭ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবটির আয়োজন করা হয়েছিলো। ২১ মার্চ বেলা ১১টার দিকে রাকসু ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছিলো উৎসব উপলক্ষে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাট্যচক্রের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে পথনাট্য শুরু হয়। তিন দিনব্যাপী পথনাট্য উৎসবে সমকাল নাট্যচক্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা), তীর্থক নাটক, অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন (এস) নাটক পরিবেশন করেছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২৫ নভেম্বর যাত্রা শুরু করেছে রাবি সমকাল নাট্যচক্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড