• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শত ভাষার সুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  অধিকার ডেস্ক    ১৭ মার্চ ২০১৯, ১৪:০০

ছবি
ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর ৯৯তম জন্মদিন। এই দিনেই দেশের সংগীতাঙ্গন থেকে খবর এলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান তৈরি হচ্ছে। যে গানটি গাওয়া হবে পৃথিবীর ১০০টি ভাষায় এবং এটি উন্মুক্ত হবে তাঁর জন্ম শতবার্ষিকীতে। বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু তুমিই বাংলাদেশ’। গানটির প্রথম অন্তরা, ‘তুমি নিপীড়িত মানুষের জেগে ওঠার কবিতা/ তুমি বিশ্বের বুকে বাংলা মায়ের ছবিটা/ তুমি মিছিলে প্রতিবাদে উত্তাল স্লোগান/ তুমি সংগ্রামী ইতিহাস, শোষণ মুক্তির গান/ তুমি বঙ্গবন্ধু, তুমিই বাংলাদেশ/ বঙ্গবন্ধু তুমি লাল-সবুজের একটি দেশ।’

গানটি লিখেছেন কণ্ঠশিল্পী তৌহিদ ইথুন এবং সুর করেছেন যাদু রিছিল। গানটি সম্পর্কে গীতিকার তৌহিদ ইথুন গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে ইংরেজি ভাষার একজন শিল্পীসহ সার্কভুক্ত বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বেশ কয়েকটি ভাষায় গানটির কাজও শুরু হয়েছে। গানটি কিছুটা রক প্যাটার্নে সাজানো হয়েছে, যাতে বিভিন্ন দেশের শিল্পীদের গাইতে সুবিধা হয়।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ- এটি আলাদা কোনও শব্দ নয়। তাঁর মাঝেই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিহিত। ৫২’র ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং একটি জাতির উন্মেষ, এটি সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই। শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এবং বিশ্বব্যাপী এই মহান নেতাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা সবার সহযোগিতা এবং পরামর্শ নিয়েই কাজটি এগিয়ে নিতে চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড