• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সুলতান স্বর্ণ পদক-২০১৮’ পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার

  অধিকার ডেস্ক    ১২ মার্চ ২০১৯, ১১:২৩

ছবি
ছবি : প্রথ্যাত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান

নড়াইল শহরের প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’। প্রতি বছরের মতো এই মেলার আয়োজন করেন নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন।

এই অনুষ্ঠানের সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছরই একজন গুণী শিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করেন। তারই ধারাবিাহিকতায় এ বছর ‘সুলতান স্বর্ণ পদক-২০১৮’ পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার।

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, ‘পদকপ্রাপ্ত শিল্পীকে সম্মাননা স্বরূপ একটি স্বর্ণের মেডেল ও সনদপত্র প্রদান করা হবে।’

বিগত বছরগুলোতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ উদ্যোগে সুলতান স্বর্ণ পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মর্তুজা বশীর, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ্, আবুল বারাক আলভী, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কালিদাস কর্মকার, আব্দুল মান্নান, হাশেম খান ও ফেরদৌসী প্রিয়ভাষিণী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড