• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউটিউব থেকে সালমানের অশ্লীল ভিডিও অপসারণ

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২

সালমান মুক্তাদির
সালমান মুক্তাদির (ছবি: সংগৃহীত)

ইউটিউবে সম্প্রতি প্রকাশ করা ‘অভদ্র প্রেম’ শিরোনামের গানের জন্য দর্শকমহলে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। এ গানের সমালোচনার পাশাপাশি সালমানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যায়।

সমালোচনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সালমানের অবস্থা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এ ঘটনার পরপরই তার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয় ‘অভদ্র প্রেম’ গানের ভিডিওটি। তার ইউটিউব চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিস’ এ এখন ভিডিওটির প্রমো ও ভিডিও কিছুই নেই।

বাংলাদেশে গানটি দর্শক জনপ্রিয়তা না পাওয়ায় বর্তমানে ইউটিউব থেকে সেটি ব্লক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সালমান। তবে অন্য দেশ থেকে গানের ভিডিও দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, এ মাসের ৬ তারিখে 'অভদ্র প্রেম' নামে একটি গানের টিজার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন সালমান। এরপর থেকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমতে থাকে দ্রুততার হারে। ১৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকা চ্যানেলটিতে ৭ দিনের ব্যবধানেই সংখ্যা নেমে এসেছে এক লক্ষেরও নিচে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড