• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম আর নেই

  অধিকার ডেস্ক    ০৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩৪

ছবি
ছবি : কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রযোজক, পরিবেশক ইফতেখারুল আলম আর নেই। যিনি চলচ্চিত্রাঙ্গনে কিসলু নামে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ইফতেখারুল আলম কিসলু ছিলেন স্টার ফিল্ম কর্পোরেশনের স্বত্বাধিকারী। স্বাধীনতার আগে এ দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ছিল এটি। তার হাত ধরেই ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মিত হয়। যার পরিচালক ছিলেন জহির রায়হান। ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম ছবি ‘বেহুলা’ নির্মাণ করেন তিনি।

স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজনাও করেছিলেন ফতেখারুল আলম কিসলু। এছাড়াও তিনি ‘আনোয়ারা’, ‘আলিবাবা’ ও ‘দুই পয়সার আলতা’, ‘সংসার’র মতো অসংখ্য ছবি প্রযোজনা করেছেন। এই বর্ষিয়ান প্রযোজকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড