• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফোক গানে ভাইরাল ফকির সহেব

  এম এস আজীম, স্টাফ রিপোর্টার

০১ জানুয়ারি ২০১৯, ০৩:০৬
ফকির সহেব
বিভিন্ন স্থানে গানের সময় ফকির সহেব (ছবি- সংগৃহীত)

একটি দেশ কিংবা অঞ্চলের জনপ্রিয় সংগীতকে ফোক সংগীত বলে। যে গানে নিজস্ব ঢঙে সুর করা হয়। থাকে আঞ্চলিক বাদ্যযন্ত্র। বাংলাদেশে জারি, সারি, ভাটিয়ালী, মুর্শিদী, লালনসহ অনেক ঐতিহ্যবাহী ফোক সম্ভার রয়েছে। আর এসব গানেই কালজয়ী হয়েছেন লালন সাঁই, হাছন রাজা, শাহ আবদুল করিম। বর্তমান সময়েও ফোক সাম্রাজ্য যারা ছাপিয়ে আছেন তাদের মধ্যে অন্যতম মমতাজ, ফকির শাহাবুদ্দিন ও সালমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফকির সহেব নামে এক তরুণের ফোক গান বেশ সাড়া ফেলেছে। তার গাওয়া বেশ কিছু গান ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে এসবের কোনটিই তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে করেননি। বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা কারো অনুরোধে গেয়েছেন তিনি। আর এসব গানই বিভিন্ন ভাবে ইউটিউবে ছড়িয়ে পরে।

এর মধ্যে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করেকেন এলে না আমার ঝরে আঁখি জল - কেমন আছে রাধা বল সহ বেশ কিছু গান সম্প্রতি কিছু ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। গানগুলোতে লক্ষাধিক মানুষের ভিউ ও শতাধিক মন্তব্য সাড়া ফেলে। সেখানে দেখা যায় অনেককে তার গানের প্রশংসা করেছেন।

ফকির সহেব

কবির আহমেদ নামে একজন আক্ষেপ করে লিখেছেন, ‘অসাধারণ কন্ঠ। এগুলা ভাইরাল হয় না। ভাইরাল হয় নানা রকম সামাজিক নষ্টা গান।’

রাজিব নামে আরও একজন লিখেছেন, ‘ওর গান ভালোই লাগে। মন খুলে গায়।’

এদিকে একটি গানে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে গাইতে দেখা যায় তাকে। সেখানে ফকির সহেব গাইছে তার সুরে সুর মিলাচ্ছেন মোশারফ করিম।

মোশারফ করিম ও ফকির সহেব

জানা যায়, ফকির সহেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র।

ইউটিউবে ফকির সহেবের কিছু গান-

১। কেন এলে না আমার ঝরে আঁখি জল, কেমন আছে রাধা বল। ২। ভাবে এরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে। ৩। তমাল ডালে রাখিও বান্দিয়া। ৪। অজুতে লিখা হয় কোরআন। ৫। যৌবন গেলে আর প্রেম হবেনা। ৫। কেমন আছে রাধা বল। (মোশারফ করিমের সঙ্গে)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড