• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরাইল উপজেলা মুক্তি দিবসে চলচ্চিত্র

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৪২
ছবি
ছবি : সরাইল উপজেলা মুক্ত দিবস পালিত

‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা মুক্ত দিবস পালিত করেছে। এ উপলক্ষে সংগঠন কর্তৃক আয়োজিত, শহরের খ্রিস্টান মিশন প্রাথমিক বিদ্যালয় রঙিন করা হয়েছে।

শনিবার সকালে সংগঠনটি শহরের ফারুকী পার্কে স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের কর্মসূচি শুরু করেন। তাদের কর্মসূচির মধ্যে নজর কাড়ার মতো যেই পর্বটি ছিল, সেটি হচ্ছে শহরের খ্রিস্টান মিশন প্রাথমিক বিদ্যালয় মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের ছবি এঁকে রঙিন করছে সংগঠনটি।

এ অনুষ্ঠানে নিজ জেলা শহরের মুক্ত দিবসে সবার আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- এই প্রজন্মের তরুণ মেধাবী অভিনেতা জাজ মাল্টিমিডিয়ার জিয়ায়ুল ইসলাম রোশান।

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- খ্রিস্টান মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেলি নিরুপমা কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি রাজিব নূর, ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনকারী চিকিৎসক মতিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সূর্যমূখী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সালমা বারী, জাতীয় টেনিস দল (অনূর্ধ্ব-১৪)-এর খেলোয়াড় মাশফিয়া আফরিনসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড