• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালে লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া

  নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪
কাঙ্গালিনী সুফিয়া
লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া (ফাইল ছবি)

নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার সময় অসুস্থ হলে রাত ৮টার দিকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ বিষয়ে লোকসংগীত শিল্পীর বড় মেয়ে পুষ্প বলেন, ‘মা এখন কথা বলতে পারছেন না। চিকিৎসকরা মায়ের কিডনি এবং হার্টের সমস্যার কথা বলছেন। কিন্তু এ সমস্যাগুলো মায়ের এতদিন ছিল না। সমস্যা ছিল মাথায়। এখন বয়সজনিত বিভিন্ন সমস্যাই দেখা দিচ্ছে। কি করব, কিছুই বুঝতে পারছি না।’

কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প আরও বলেন, ‘দুদিন ধরেই আমরা পরিবারের চার-পাঁচজন লোক মায়ের সঙ্গে আছি।’

এই লোকসংগীত শিল্পীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘কোন-বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’। মাটির গান গেয়ে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনোয়ার গুণী এই লোকসংগীত শিল্পীকে ‘কাঙ্গালিনী’ উপাধি দেন। সেই থেকে সুফিয়া খাতুন পরিবর্তন করে দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত হন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড