• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৫:৪৬

আমজাদ হোসেন
হাসপাতালে আমজাদ হোসেন (ছবি : সংগৃহীত)

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে দেশ বরেণ্য এ নির্মাতা রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান বাবার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে বলেছেন, ‘বাবার কিডনি ঠিকমতো কাজ করছে না। আমরা তাকে দেশের বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এখানেই উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তাই তারা শেষ চেষ্টাটুকু করতে চাচ্ছেন।’

এ দিকে গণমাধ্যমের বরাতে আমজাদ হোসেনের অসুস্থতার খবর চোখে পড়লে তার ছেলেদের ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহেল আরমান জানান, প্রধানমন্ত্রীর পিএস ফোন দিয়ে জানান যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বাবার চিকিৎসার সব দায়িত্ব নেন। বিদেশ যাওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার ব্রেইন স্ট্রোক করলে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড