• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১০:২৩

নাট্য উৎসব
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আজ মঙ্গলবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮’। আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে নাট্য উৎসব চলবে ২২ নভেম্বর পর্যন্ত। থিয়েটার আর্ট ইউনিট দলের ‘আমিনা সুন্দরী’ মঞ্চায়নের মাধ্যমে সন্ধ্যা ৬টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮’ শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী। এছাড়া এ বছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, ত্রপা মজুমদার এবং মু. মাহতাব উদ্দিন আরজু।

উল্লেখ্য পর পর তিন দিন সন্ধ্যা ৬টায় যথাক্রমে মঞ্চস্থ হবে- ‘আমিনা সুন্দরী’, ‘ক্রাচের কর্নেল’ ও ‘নিত্যপুরাণ’ নাটক তিনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড