• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বায়োস্কোপের অন্তরালে ১১ বছর

  অধিকার ডেস্ক    ১৯ নভেম্বর ২০১৮, ১৪:১৬

সঞ্জীব চৌধুরী
ছবি : সংগীত কিংবদন্তি সঞ্জীব চৌধুরী

আজ ১৯ নভেম্বর। মহাকালের পাঁজর থেকে বড় অকালে ঝরে যাওয়ার তালিকায় যাদের নাম আছে তাদের ভিতর অন্যতম সঞ্জীব চৌধুরী। আজ এই মানুষটির ১১ তম প্রয়াণ দিবস।

আমি তোমাকেই বলে দেব, গাড়ি চলে না, আমাকে অন্ধ করে, হাতের উপর, বায়োস্কোপ- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে যে মানুষটি খুব দ্রুত শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি সঞ্জীব চৌধুরী। তিনি একাধারে ছিলেন সাংবাদিক, কবি, গীতিকার, সংগীতশিল্পী বহু গুণের অধিকারী। ২০০৭ সালের ১৯ নভেম্বর হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান এই সংগীত কিংবদন্তি।

চিরকালই বোহেমিয়ান আর হাস্যোজ্জ্বল এই মানুষটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে আশির দশকে শুরু করেন সাংবাদিকতা। কৈশোর থেকেই যুক্ত ছিলেন গানের সাথে।

উল্লেখ্য সঞ্জীব চৌধুরী ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ এর প্রতিষ্ঠাতা সদস্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড