• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

না ফেরার দেশে অস্কারজয়ী মার্কিন চিত্রনাট্যকার গোল্ডম্যান

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, ১০:০৭
গোল্ডম্যান
শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের নিজ বাসভবনে মারা যান গোল্ডম্যান (ছবি: ইন্টারনেট)

অস্কারজয়ী মার্কিন চিত্রনাট্যকার ও লেখক উইলিয়াম গোল্ডম্যান আর নেই। শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। ১৯৩১ সালের ১২ আগস্ট শিকাগোর একটি খ্রিস্টিয় পরিবারে জন্মগ্রহণ করেন উইলিয়াম গোল্ডম্যান।

গোল্ডম্যানের মেয়ে জেনি গোল্ডম্যান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসার ও নিউমোনিয়ায় ভুগছিলেন তার বাবা।

জনপ্রিয় চলচ্চিত্র ‘ম্যারাথন ম্যান’ (১৯৭৬), ‘ম্যাজিক’ (১৯৭৮) ও ‘দ্য প্রিন্সেস ব্রাইড’-এর চিত্রনাট্যকার ছিলেন তিনি। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার লেখা বই ‘ইন অ্যাডভেঞ্চারস ইন দ্য স্ক্রিন ট্রেড’। বইটি ব্যাপক সাড়া ফেলে। তাছাড়া ব্যবসায় বিষয়ক প্রবন্ধের বই লিখেও তিনি বেশ জনপ্রিয়তা পান। দীর্ঘদিন ধরে গোল্ডম্যান নিউইয়র্কের অধিবাসী। কিন্তু এর পরেও সে হলিউডে পা রাখতে ঘৃণা করতেন।

১৯৮৮ সালে কান চলচ্চিত্র উৎসব ও মিস আমেরিকা প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন গোল্ডম্যান। আর তারই অভিজ্ঞতার ভিত্তিতে ১৯৯০ সালে ‘হাইপ অ্যান্ড গ্লোরি’লেখেন তিনি। তার এই লেখাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাছাড়া তিনি তার দীর্ঘ দিনের ক্যারিয়ারে অনেক পুরষ্কার পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড