• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী আজ

  এ.কে.এম ইয়াহিয়া আরিফ

১৩ নভেম্বর ২০১৮, ১০:৪৫
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

“এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ”

এই গানটি আমাদের কানে বেজে উঠার সাথে সাথেই মনে পড়ে সেই নন্দিত কথা সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার ও ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে। আজ তার ৭০ তম জন্মবার্ষিকী। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন নন্দিত এই কথাসাহিত্যিক।

১৯৭৬ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন তিনি। তিন মেয়ে ও এক ছেলে নুহাশ তার প্রথম স্ত্রীর সন্তান। তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন এর দুই ছেলে নিশাত এবং নিনিত।

১৯৭২ সালে প্রকাশিত “নন্দিত নরকে” তার প্রথম সাহিত্য।

শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমনি, পাপ, ১৯৭২ ইত্যাদি হলো তার বাংলাদেশর মুক্তিযোদ্ধা বিষয়ক সাহিত্য।

১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় তার প্রথম নাটক প্রথম প্রহর।

১৯৯৪ সালে প্রথম মুক্তিযোদ্ধ বিষয়ক চলচিত্র আগুনের পরশমনি মুক্তি পায়। লিলা বালি লিলা বালি, এক যে ছিল সোনার কন্যা, পূবালি বাতাসে ইত্যাদি তার রচিত গানসমূহ যা বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করা হয়।

১৯৯২ সালে বাংলাদেশ চলচ্চিত্রের সেরা গল্পের পুরষ্কার পায় তার লিখা শঙ্খনিল কারাগার।

১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্রের মাধ্যমে তিনি পান সেরা চলচ্চিত্র পুরষ্কার।

১৯৮৭ সালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে ৪০ বিঘা জমির ওপর তার ছেলে নুহাশের নামে গড়ে তোলেন নুহাশ পল্লী। যেখানে বসে তিনি লিখেছেন অসংখ্য, গান, কবিতা, ছড়া ও উপন্যাস।

বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার, বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তিনি তার জীবদ্দশায় পেয়েছেন নানা পুরস্কার।

হিমু চরিত্রের প্রতিষ্ঠাতা এবং ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্ক সিটির বেলভিউ হসপিটালে রাত ১১টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার প্রিয় স্থান নুহাশ পল্লিতে শায়িত আছেন।

নুহাশ পল্লিতে রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় তার সমাধিস্থল। সকাল ১০টায় কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে জন্মদিন পালন করবেন তার প্রিয়তমা স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার অগণিত ভক্তবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড