• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাতিঘর’ চট্টগ্রাম শাখার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  অধিকার ডেস্ক    ১০ নভেম্বর ২০১৮, ০৮:১৫

বাতিঘর
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হল ‘বাতিঘর’ চট্টগ্রাম শাখার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

'বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়' চট্টগ্রাম শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শিল্পকলা একডেমিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি কার্যকরী কমিটির সহসভাপতি জাহাঙ্গীর কবির, বিশিষ্ট্য নাট্য সমালোচক অধ্যাপক মশিউর রহমান আদনান, বিশিষ্ট নাট্যজন সাবিরা সুলতানা বীনা, ওরিয়েন্টাল ডান্স গ্রুপের অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন প্রভাষক শুভ্রা সেন গুপ্ত, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

বাতিঘর

অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখছেন

অতিথিরা বলেন, আমাদের শিশুদের বিকাশের জন্য বাতিঘরের যে উদ্যোগ তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা শিশুদের মতামত এবং পছন্দকে মূল্যায়ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব। তিনি বলেন, শিশুদেরকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করে তোলা এবং তাদেরকে শৈশবের আনন্দ দেয়া বাতিঘরের উদ্দেশ্য।

বাতিঘর

অনুষ্ঠানে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণ

পরিচালকের বক্তব্যে তামান্না সেতু বলেন, কেবল শিল্পী করে গড়ে তোলা নয়, মননে বাঙালি করে তোলাই বাতিঘরের লক্ষ্য।

বাতিঘর

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিশুদের গান পরিবেশন

অনুষ্ঠানে বাতিঘরের শিশু, অভিভাবক এবং শিক্ষকেরা গান, নাচ, আবৃত্তি এবং নৃত্যনাট্য পরিবেশন করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘর চট্টগ্রাম শাখার প্রশাসনিক কর্মকর্তা কাজী হীরা এবং মাহ জেরিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড