বিনোদন প্রতিবেদক
বাংলাদেশি র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। বর্তমানে বসন্তের মডেলিং ও ফটোশুট নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত রবিবার গ্লো এস্থেটিকস বিউটি হাবের ফটোশুটে অংশ নেন বুলবুল টুম্পা। আসমা খাতুন মিনার কোরিওগ্রাফিতে এই বসন্তের ফটোশুটে অন্য লুকে ধরা দিলেন জনপ্রিয় এই র্যাম্প মডেল।
বুলবুল টুম্পা বলেন, আমি সারা বছর ব্যস্ত থাকতে পছন্দ করি। কাজের মধ্যেই থাকি সবসময়। আজ আমরা গ্লো এস্থেটিকস বিউটি হাবের ফটোশুট করছি। বসন্ত আর ভালোবাসা দিবস যেহেতু একই সাথে পড়ে তাই দুইটা শুটই আমরা এক সাথে করছি। ধন্যবাদ জানাই ‘গ্লো এস্থেটিকস বিউটি হাব’ এর সত্ত্বাধিকারী আসমা খাতুন মিনাকে আমাকে এতো সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, দেশীয় পোশাক আমার পছন্দ এবং দেশের কালচার, আমি যখন ফ্যাশন শো করি দেশীয় পোশাকে দেশের কালচারের গানগুলো আমি ইউজ করি, সব সময় চাই দেশের কালচারটা তুলে ধরতে।
গ্লো এস্থেটিকস বিউটি হাব’র ব্যবস্থাপনা পরিচালক আসমা খাতুন মিনা বলেন, আমি খুবই খুশি বুলবুল টুম্পা আপুর মতো লিজেন্ড মানুষের সাথে কাজ করতে পেরে, আমাদের আজকে দুইটা শুট ছিল অনেক ভালো দিন কেটেছে আজ এবং যারা আজকের কাজের সাথে জড়িত ছিল সবাইকে অনেক ধন্যবাদ।
তিনি আরও বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত গ্লো এস্থেটিকস। আসছে বসন্ত ও ভালোবাসা দিবসে সবাই নিজেকে পরিপাটি রাখতে চান। তাই এবারের বসন্তকে সামনে রেখে আমাদের বিশেষ ছাড় রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড