এস বি সোহেল
বর্তমান সময়ের উদীয়মান তরুণ নির্মাতা মহিউল হাসনাত পায়েল। গত বছর দুর্গাপূজায় প্রচারিত বিশেষ নাটক 'পরী' নির্মাণের মধ্যে দিয়ে আলোচনার আসেন এই নির্মাতা। 'পরী'র সাফল্যের পর আবারও আসছে মহিউল হাসনাত পায়েলের ডিরেকশনে মিউজিক্যাল ফিল্ম 'সোনাভান'
এই মিউজিক্যাল ফিল্মে 'সোনাবান' শিরোনামের গানটিতে এস, এইচ সাবুর কথা ও সুরে কন্ঠ দিয়েছেন বাউল সম্রাট কাজল দেওয়ান।
'সোনাবান' মিউজিক্যাল ফিল্মে মডেল ও অভিনেতা রোমেল ইশতিয়াকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আফরিন আক্তার মিমকে। এছাড়াও অভিনয় করেছেন কাজল দেওয়ান, জামিম হোসেন, ইমরুল সিকদার প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন 'সোনাবান' খুব দ্রুতই দেশের একটি স্বনামধন্য ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড